29th July 2023 Current Affairs in Bengali Quiz | 29th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 29th July 2023 Current Affairs in Bengali Quiz | 29th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th July 2023 Current Affairs in Bengali Quiz | 29th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

29th July 2023 Current Affairs in Bengali Quiz | 29th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস” (International Tiger Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 29th জুলাই

2. “মোহনবাগান দিবস” (Mohun Bagan Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 29th জুলাই

3. সম্প্রতি প্রকাশিত QS সেরা ছাত্র শহর 2024 Ranking-এর শীর্ষে কে আছে? (QS Best Student Cities 2024 Ranking)

উত্তর:- লন্ডন

4. এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2023 কোন রাজ্যে আয়োজিত হচ্ছে?

উত্তর:- উত্তর প্রদেশ

5. ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার জন্য কোন ব্যাঙ্কের সাথে অংশীদারিত্ব করেছে?

উত্তর:- HDFC ব্যাঙ্ক

6. সিরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ইরশাদ আহমেদ (Irshad Ahmed)

7. কেরালা স্টার্টআপ মিশন ফিনটেক স্টার্টআপের প্রচারের জন্য কার সাথে চুক্তি করেছে?

উত্তর:- IFSC

8. বিশ্বের বৃহত্তম জাদুঘর ‘যুগে যুগেণ ভারত’ (‘Yuge Yugeen Bharat’) কোন শহরে নির্মিত হবে?

উত্তর:- নয়াদিল্লি

9. আন্তর্জাতিক ক্রিকেটে 500 ম্যাচ খেলা দশম খেলোয়াড় কে?

উত্তর:- বিরাট কোহলি

10. মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশকে $400 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ দেবে?

উত্তর:- ইউক্রেন।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।