মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | Madhamik Geography Questions Answers

মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | Madhamik Geography Questions Answers

  1. আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কী বলা হয়ে থাকে?

উঃ পর্যায়ন।

  1. মরুভূমির শুষ্ক নদীখাত নামে পরিচিত?

উঃ ওয়াদি।

  1. পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ উল্লেখ করো?

উঃ ৩৪ শতাংশ।

  1. বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত থাকে?

উঃ ১০০ শতাংশ।

  1. কেন্দ্রাতিগ বলের দ্বারা কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়?

উঃ গৌণ জোয়ার।

  1. ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির মান কী?

উঃ মিথেন।

আরও পড়ুন:-

একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here

একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here

একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here

1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here

বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

  1. ভারতের উত্তরতম স্থানটির নাম উল্লেখ করো?

উঃ কন্যাকুমারিকা।

  1. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কোনটি?

উঃ তামিলনাড়ু।

  1. ভারতে কোন সময় পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়?

উঃ শীতকালে।

  1. ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোথায় অবস্থিত?

উঃ চিত্তরঞ্জন।

  1. ভারতের সবচেয়ে ব্যস্ততম সড়কপথ কোনটি?

উঃ NH-2

  1. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা উল্লেখ করো?

উঃ ৫৩ টি।

  1. ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা সেটির নাম কী?

উঃ ISRO

  1. অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয়ে থাকে?

উঃ বার্খান।

  1. প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর?

উঃ ওজোন স্তরকে।

  1. নদীমোহনার আকৃতি কেমন হলে বানডাকার তীব্রতা প্রকট হয়?

উঃ ফানেল আকৃতির।

  1. কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয়?

উঃ পারদ।

  1. ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী নামে পরিচিত কোন শহর?

উঃ ব্যাঙ্গালর।

  1. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতে প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা কত?

উঃ ৯৪৩ জন।

  1. উপগ্রহচিত্রে বনভূমিকে কী রঙের দেখানো হয়?

উঃ লাল।