মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | Madhamik Geography Questions Answers
- আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কী বলা হয়ে থাকে?
উঃ পর্যায়ন।
- মরুভূমির শুষ্ক নদীখাত নামে পরিচিত?
উঃ ওয়াদি।
- পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ উল্লেখ করো?
উঃ ৩৪ শতাংশ।
- বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত থাকে?
উঃ ১০০ শতাংশ।
- কেন্দ্রাতিগ বলের দ্বারা কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়?
উঃ গৌণ জোয়ার।
- ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির মান কী?
উঃ মিথেন।
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
- ভারতের উত্তরতম স্থানটির নাম উল্লেখ করো?
উঃ কন্যাকুমারিকা।
- বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কোনটি?
উঃ তামিলনাড়ু।
- ভারতে কোন সময় পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়?
উঃ শীতকালে।
- ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোথায় অবস্থিত?
উঃ চিত্তরঞ্জন।
- ভারতের সবচেয়ে ব্যস্ততম সড়কপথ কোনটি?
উঃ NH-2
- ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা উল্লেখ করো?
উঃ ৫৩ টি।
- ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা সেটির নাম কী?
উঃ ISRO
- অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয়ে থাকে?
উঃ বার্খান।
- প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর?
উঃ ওজোন স্তরকে।
- নদীমোহনার আকৃতি কেমন হলে বানডাকার তীব্রতা প্রকট হয়?
উঃ ফানেল আকৃতির।
- কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয়?
উঃ পারদ।
- ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী নামে পরিচিত কোন শহর?
উঃ ব্যাঙ্গালর।
- ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতে প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা কত?
উঃ ৯৪৩ জন।
- উপগ্রহচিত্রে বনভূমিকে কী রঙের দেখানো হয়?
উঃ লাল।