3rd July 2023 Current Affairs in Bengali Quiz | 3rd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 3rd July 2023 Current Affairs in Bengali Quiz | 3rd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd July 2023 Current Affairs in Bengali Quiz | 3rd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

3rd July 2023 Current Affairs in Bengali Quiz | 3rd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্যের 7টি হস্তশিল্প পণ্য জিওগ্রাফিকাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে?

উত্তর:- উত্তরপ্রদেশের

2. ভারত সম্প্রতি কোন দেশকে হারিয়ে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 শিরোপা জিতেছে?

উত্তর:- ইরান

3. সম্প্রতি “লুসান ডায়মন্ড লিগ 2023” কে জিতেছেন?

উত্তর:- অলিম্পিয়ান নীরজ চোপড়া।

4. “Central Bureau of Investigation” (CBI) -এর স্পেশাল ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অজয় ভাটনগর

5. সম্প্রতি কোন রাজ্যের ইটবারী রেলওয়ে স্টেশনের নাম সুভাষ চন্দ্র বসুর নামে হতে চলেছে?

উত্তর:- মহারাষ্ট্র

6. সম্প্রতি কোন দেশ নিম্নমানের প্লাস্টিক ব্যাগ ব্যান করতে চলছে?

উত্তর:- নিউজিল্যান্ড

7. লেটেস্ট FIFA Men’s National Football Team Rankings -এ কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে?

উত্তর:- আর্জেন্টিনা

8. সম্প্রতি কোন দেশ, বিদেশি শ্রমিকদের জন্য ‘Digital Nomad Strategy’ লঞ্চ করলো?

উত্তর:- কানাডা

9. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “Jagananna Amma Vodi Scheme” লঞ্চ করলেন?

উত্তর:- অন্ধ্রপ্রদেশ

10. সম্প্রতি Audi বোর্ড অফ ম্যানেজমেন্টের নতুন CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- গেরনোট ডলনারকে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।