Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 5th July 2023 Current Affairs in Bengali Quiz | 5th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th July 2023 Current Affairs in Bengali Quiz | 5th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
5th July 2023 Current Affairs in Bengali Quiz | 5th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন’-এর আয়োজক কোন শহর কোনটি?
উত্তর:- নয়াদিল্লি
2. সম্প্রতি কোন রাজ্য তার শিল্প সংস্কৃতি ও সাহিত্য ছড়িয়ে দেওয়ার জন্য ‘ভিটাস্তা’ (Vitasta) প্রোগ্রামের আয়োজন করেছে?
উত্তর:- জম্মু ও কাশ্মীর
3. সাংহাই সহযোগিতা সংস্থার 23তম শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবে কোন দেশ?
উত্তর:- ভারত
4. ভারতীয় মহিলা ক্রিকেট দলে আসামের প্রথম খেলোয়াড় হিসেবে কে যোগদান করেছে?
উত্তর:- উমা ছেত্রী
5. কোল ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং MD হিসাবে কে দায়িত্ব নিয়েছেন?
উত্তর:- PM Prasad.
6. সম্প্রতি কে তফসিলি উপজাতির জাতীয় কমিশনের পদ থেকে পদত্যাগ করেছেন?
উত্তর:- হর্ষ চৌহান (Harsh Chauhan)
7. কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কোন রাজ্যে 5600 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প চালু করেছেন?
উত্তর:- রাজস্থান
8. পৃথিবীর প্রথম দেশ হিসাবে কোন দেশ প্লাস্টিকের ব্যাগ তৈরি নিষিদ্ধ করেছে?
উত্তর:- নিউজিল্যান্ড
9. সম্প্রতি কে “পয়েন্টস অফ লাইট” আওয়ার্ডে ভূষিত হয়েছেন?
উত্তর:- রাজিন্দর সিং দত্ত
10. সম্প্রতি 89 বছর বয়সে প্রয়াত হলেন অ্যালান আরকিন, তিনি পেশায় কী ছিলেন?
উত্তর:- অভিনেতা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।