Chemistry Important Questions Answers | রসায়নবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Chemistry Important Questions Answers | রসায়নবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

০১। “আলকেমি” এই শব্দটি প্রকৃতপক্ষে কোন ভাষা থেকে এসেছে?

উত্তর : আরবি

০২। “আলকেমি” -এই শব্দটিত দ্বারা কোন সভ্যতাকে বোঝানো হতো?

উত্তর : মিশরীয়

০৩। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয়েছিল কোন দেশে?

উত্তর : মিশরে

০৪। “আলকেমি” এই শব্দটি কোন আরবি শব্দ হতে উদ্ভূত?

উত্তর : আল-কিমিয়া

০৫। প্রাচীন ও মধ্যযুগের রসায়ন নিয়ে চর্চা কী নামে পরিচিত?

উত্তর : আল-কেমি

০৬। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?

উত্তর : সেলুলোজ

০৭। ভারতবর্ষে প্রায় কত বছর পূর্বে কাপড় রং করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়?

উত্তর : ৫০০০ বছর পূর্বে।

০৮। মোম কোন কোন মৌল দ্বারা গঠিত?

উত্তর : কার্বন ও হাইড্রোজেন

০৯। কাপড়কে আরও আকর্ষণীয় করতে প্রায় ৫০০০ বছর পূর্বে কোন দেশে রঙের ব্যবহার শুরু হয়েছিল?

উত্তর : ভারতবর্ষে

১০। মরিচা আসলে কী?

উত্তর : লোহা, অক্সিজেন ও জল দ্বারা সৃষ্ট যৌগকে মরিচা বলে।

১১। কোন বিজ্ঞানকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়ে থাকে?

উত্তর : রসায়নকে

১২। সেলুলোজ জাতীয় পদার্থে আগুন জ্বালানোর ফলে কী উৎপন্ন হয়?

উত্তর : জলীয় বাষ্প

১৩। খ্রিস্টপূর্ব প্রায় ২৬০০ বছর পূর্বে মিশরীয়রা খনি থেকে কোন মূল্যবান ধাতুটি আহরণ করতে সক্ষ্মম হয়েছিল?

উত্তর : স্বর্ণ

১৪। কেরোসিনের প্রধান উপাদান কোনগুলি?

উত্তর : কার্বন ও হাইড্রোজেন

১৫। মিশরীয়রা প্রথম স্বর্ণ আহরণ করেছিল খ্রিস্টপূর্ব প্রায় কত বছর পূর্বে?

উত্তর : ২৬০০ বছর পূর্বে।

১৬। “আল-কেমি” -এর দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়?

উত্তর : প্রাচীন ও মধ্যযুগ

১৭। কাঠ, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম এগুলী মূলত কী দিয়ে গঠিত?

উত্তর : কার্বনের যৌগ।

১৮। লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত?

উত্তর : আর্দ্র অক্সাইড।

১৯। আম পেকে হলুদ বর্ণ ধারণ করে এর কারণ কী?

উত্তর : কারণ জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয়।

২০। প্রক্রিয়াজাত খাদ্যবস্তু বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখার জন্য কোন পদার্থ ব্যবহৃত হয়?

উত্তর : প্রিজারভেটিভস।