Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 30th June 2023 Current Affairs in Bengali Quiz | 30th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th June 2023 Current Affairs in Bengali Quiz | 30th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
30th June 2023 Current Affairs in Bengali Quiz | 30th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি কে মিশরের সর্বোচ্চ পুরস্কার ‘অর্ডার অফ দ্য নাইল’ (Order of the Nile) -এ সম্মানিত হলেন?
উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2. ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপের ৩য় G-20 বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- উত্তরাখন্ড
3. ‘ভারত ইন প্যারিস’ (Bharat in Paris) উদ্যোগ কে চালু করেছেন?
উত্তর:- কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর
4. সম্প্রতি “ইমাইগাল” নামে একটি প্রোগ্রাম চালু করেছেন কে?
উত্তর:- তামিলনাড়ু পুলিশের DGP সি সিলেন্দ্র বাবু।
5. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় সেরা স্টেট ইউনিভার্সিটি পুরস্কারে ভূষিত হয়েছিল?
উত্তর:- তামিলনাড়ুর ডঃ আম্বেদকর আইন বিশ্ববিদ্যালয়।
6. জওহরলাল নেহরু পোর্ট অথরিটি (JNPA) -এর সীফারার্স ক্লাবের উদ্বোধন করেন কে?
উত্তর:- কেন্দ্রীয় বন্দর ও নৌপরিবহন মন্ত্রী শ্রীপদ নায়েক।
7. সম্প্রতি কে “রণবিজয়” (Ranvijay) নামে একটি বিমান বাহিনীর মহড়া শুরু করেছিলেন?
উত্তর:- ভারতীয় বিমান বাহিনী
8. সম্প্রতি গ্রীসের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে?
উত্তর:- কিরিয়াকোস মিৎসোটাকিস (Kyriakos Mitsotakis)।
9. সম্প্রতি কোন দেশ “Namer-1500 APC” নামে একটি যানবাহন চালু করেছে?
উত্তর:- ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় (IMoD)
10. সম্প্রতি কোন রাজ্য সরকার 36 লক্ষ কোটি টাকার বিভিন্ন বিনিয়োগ প্রকল্প অনুমোদনকারী করেছে?
উত্তর:- উত্তরপ্রদেশ রাজ্য মন্ত্রিসভা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।