Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 2nd July 2023 Current Affairs in Bengali Quiz | 2nd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd July 2023 Current Affairs in Bengali Quiz | 2nd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
2nd July 2023 Current Affairs in Bengali Quiz | 2nd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023 কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- ৫ই অক্টোবর, ভারত।
2. সম্প্রতি কোন রাজ্যে ‘ওয়ান-ট্যাপ-ওয়ান-ট্রি’ (One-Tap-One-Tree) অভিযান শুরু হয়েছে?
উত্তর:- উত্তর প্রদেশ
3. কিরিয়াকোস মিতসোটাকি (Kyriakos Mitsotaki) সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
উত্তর:- গ্রীস
4. সম্প্রতি প্রকাশিত ‘WCC’ -এর ‘Global Competitiveness Index’-এ ভারতের স্থান কত?
উত্তর:- 56th
5. বাজার মূলধনের দিক থেকে কোন ভারতীয় ব্যাঙ্ক দ্বিতীয় স্থানে রয়েছে?
উত্তর:- ICICI Bank Ltd.
6. Meta India -এর প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- সন্ধ্যা দেবনাথন (Sandhya Devanathan).
7. টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শনকারী টাইটান সাবমেরিন তৈরিকারী কোম্পানির নাম কী?
উত্তর:- OceanGate
8. যাত্রীদের অনলাইনে QR কোড-ভিত্তিক টিকিট কেনার জন্য কোন মেট্রো রেল কর্পোরেশন একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে?
উত্তর:- দিল্লি মেট্রো রেল
9. সম্প্রতি হিন্দুস্তান ইউনিলিভারের MD এবং CEO হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- রোহিত জাওয়া।
10. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী “Report Fish Disease” নামক অ্যাপ লঞ্চ করেছে?
উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রুপালা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।