জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Competitive Exam General Knowledge
1. মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ?
উওর:- মস্তিষ্ক
2. ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ?
উওর:- অন্ত্র
3. প্রথম ভারতীয় হিসেবে স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্নপদক পেয়েছিলেন কে?
উওর:- অভিনব বিন্দ্রা
4. ‘অ্যাসেজ’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উওর:- ক্রিকেট
5. প্রথম কোন শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল?
উওর:- নিউ দিল্লি
6. রাষ্ট্রসংঘের সাধারন সভার প্রথম মহিলা সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?
উওর:- শ্রীমতি বিজয়লক্ষ্মী পন্ডিত
7. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
উওর:- ব্যাঙ্গালুরু
8. “অভিজ্ঞানম শকুন্তলম্” গ্রন্থের রচয়িতা কে?
উওর:- কালিদাস
9. পৃথিবীর সপ্তসমুদ্র সাঁতরে পার হয়েছেন প্রথম কোন মহিলা?
উওর:- বুলা চৌধুরি
10. অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে স্বর্ণপদক জয়ী সাঁতারুর নাম কী?
উওর:- এন্থনি ইরভিন
11. ‘এশিয়ার নোবেল’ নামে পরিচিত কোন পুরস্কার?
উওর:- রেমন ম্যাগসেসে পুরস্কার।
12. “মুখ ও মখোশ” সিনেমার পরিচালকের নাম কী?
উওর:- আব্দুর জব্বার খান৷
13. “সোমপুর বিহার” কে প্রতিষ্ঠা করেছিলেন?
উওর:- ধর্মপাল
14. লর্ড রিপন কর্তৃক গঠন করা শিক্ষা কমিশনের নাম কি ছিল?
উওর:- হান্টার কমিশন
15. গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
উওর:- আয়োডিন
16. রিও অলিম্পিক -এর আদর্শ বাণী কি?
উওর:- একটি নতুন পৃথিবী
17. বিশ্বের শীতলতম মহাদেশটির নাম লেখো?
উওর:- অ্যান্টার্কটিকা৷
18. ‘রিংগিত’ কোন দেশের মুদ্রার নাম?
উওর:- মালেশিয়া
19. হিউম্যান পেপিলোমা আসলে কী?
উওর:- ভাইরাস
20. ন্যাটো অন্তভুক্ত একমাত্র মুসলিম দেশটির নাম কী?
উওর:- তুরস্ক