24th June 2023 Current Affairs in Bengali Quiz | 24th জুন 2023 বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 24th June 2023 Current Affairs in Bengali Quiz | 24th জুন 2023 বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th June 2023 Current Affairs in Bengali Quiz | 24th জুন 2023 বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

24th June 2023 Current Affairs in Bengali Quiz | 24th জুন 2023 বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “জাতীয় জল পুরস্কার 2022” -এ সেরা রাজ্য বিভাগে কোন রাজ্য প্রথম পুরস্কার জিতেছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

2. কোন রাজ্য সরকার পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্তদের মাসিক পেনশন প্রদান করবে?

উত্তর:- হরিয়ানা

3. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে বিশ্বের সেরা বসবাসযোগ্য শহর কোনটি?

উত্তর:- ভিয়েনা

4. মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দুইবার ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কে?

উত্তর:- নরেন্দ্র মোদী

5. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 15টি সেঞ্চুরি করা তৃতীয় দ্রুততম ক্রিকেটার কে হয়েছেন?

উত্তর:- ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ

6. কোন দেশ ‘এক্স খান কোয়েস্ট 2023’ বহুপাক্ষিক শান্তিরক্ষা যৌথ মহড়ার আয়োজক?

উত্তর:- মঙ্গোলিয়া

7. কোন রাজ্যের হকি দল “হকি ইন্ডিয়া জুনিয়র মেনস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023” জিতেছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

8. সম্প্রতি “PM Kisan” মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?

উত্তর:- নরেন্দ্র সিং তোমর

9. “আন্তর্জাতিক অলিম্পিক দিবস” কবে পালিত হয়?

উত্তর:- ২৩শে জুন

10. IFFCO কোম্পানি সম্প্রতি ন্যানো লিকুইড ইউরিয়া রপ্তানির জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।