PSC জেনারেল নলেজ প্রশ্নোত্তর | PSC General Knowledge Questions Answers
1. ক্লডের ডানা বলা হয় কোন কোষ অঙ্গানুকে?
উত্তর:- রাইবোজোম।
2. কোনো গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে?
উত্তর:- স্থির মনে হবে।
3. ফ্লিপার কোন প্রাণীর গমন অঙ্গের নাম?
উত্তর:- সামুদ্রিক কচ্ছপ।
4. রক্তের শ্রেনীবিভাগ করেন কোন বিজ্ঞানী?
উত্তর:- কার্ল ল্যান্ডস্টেইনার।
5. রক্ততঞ্চনে সাহায্য করে কোন প্রকার উৎসেচক?
উত্তর:- থ্রম্বোকাইনেজ।
6. পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়?
উত্তর:- গোনাডোট্রপিক হরমোন।
7. কিসের সাহায্যে জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয়?
উত্তর:- জিওলাইট।
8. বায়ুর আপেক্ষিক আদ্রর্তা কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়?
উত্তর:- হাইগ্রোমিটার।
9. ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য মুখের লালারসে কোন উৎসেচক থাকে?
উত্তর:- লাইসোজম।
10. যকৃতে সঞ্চিত হয় কোন ভিটামিন?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
উত্তর:- ভিটামিন A ও D
11. মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি?
উত্তর:- শরীরে এটিপি কমে যাওয়া।
12. স্ত্রী দেহে স্তন গ্রন্থি কোনটির প্রকৃত রুপান্তর?
উত্তর:- ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।
13. বেশি ভিটামিন গ্রহণ করলে শরীরে কি ধরনের সমস্যা দেখা দেয়?
উত্তর:- মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।
14. মানুষের দাঁতের কঠিন অংশের নাম উল্লেখ করো?
উত্তর:- এনামেল।
15. নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত থাকে?
উত্তর:- ২n
16. পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর:- ভিটামিন বি 12
17. কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না?
উত্তর:- তিমি।
18. যেসব প্রানীরা রাত্রে মল খায় তাদের কি বলে?
উত্তর:- কপ্রফ্যাগি।
19. কোন কীটনাশকের স্পর্শ দ্বারা পতঙ্গদের মৃত্য ঘটে?
উত্তর:- প্যারাথিয়ন।
20. মৌমাছি গড়ে প্রায় কতদিন বাঁচে?
উত্তর:- ৫০ থেকে ৬০ দিন।