Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 15th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 15th জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 15th জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
15th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 15th জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “বিশ্ব বায়ু দিবস” (Global Wind Day) কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 16th জুন
2. সম্প্রতি চালু হওয়া ভারতীয় নৌবাহিনীর চতুর্থ সার্ভে ভেসেল যুদ্ধজাহাজটির নাম কী?
উত্তর:- সংশোধক (Sanshodhak).
3. কোন রাজ্যে পুলিশের জন্য ‘Arunpol App’ নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে?
উত্তর:- অরুণাচল প্রদেশ
4. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘অন্তররাষ্ট্রীয় যোগ দিবস মিডিয়া সম্মান’ ঘোষণা করেছে?
উত্তর:- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
5. কোন ভারতীয় সশস্ত্র বাহিনী ইনোভেশন ফর ডিফেন্স এক্সিলেন্স (iDEX) এর মাধ্যমে ‘কৌশলগত LAN রেডিও’ সংগ্রহ করেছে?
উত্তর:- ভারতীয় সেনাবাহিনী
6. কোন দুটি দেশ তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণের জন্য SIPRI এর ইয়ারবুকে হাইলাইট হয়েছে?
উত্তর:- ভারত ও পাকিস্তান
7. ফোর্বসের গ্লোবাল 2000 তালিকায় কোন কোম্পানি ভারতে সর্বোচ্চ স্থান পেয়েছে?
উত্তর:- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Limited).
8. “কমিউনিটি স্পিরিট ইনডেক্স” অনুসারে, কোন ভারতীয় শহর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বন্ধুত্বহীন শহর হিসাবে স্থান পেয়েছে?
উত্তর:- মুম্বাই
9. সম্প্রতি ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা জিতেছে কোন দল?
উত্তর:- উরুগুয়ে
10. বিজ্ঞানীরা কোন রাজ্যে গ্লাইডিং গেকোর একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন?
উত্তর:- মিজোরাম।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।