8th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 8th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 8th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 8th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 8th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

8th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 8th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

1. “World Oceans Day” – কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 8th জুন

2. সম্প্রতি কোন ব্যাঙ্ক ATM গুলিতে UPI-তে ক্যাশ তোলার সুবিধা চালু?

উত্তর:- ব্যাঙ্ক অফ বরোদা

3. বিজয় কুমার সম্প্রতি কোন রাজ্যের DGP পদে নিযুক্ত হলেন?

উত্তর:- উত্তরপ্রদেশ

4. সরকারের ঋণের সীমা বাড়ানোর জন্য কোন দেশ ‘ডেট সিলিং ডিল’ অনুমোদন করেছে?

উত্তর:- USA

5. রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- রাজীব সিংহ

6. সম্প্রতি কোন দেশর সুরক্ষার জন্য “Arctic Military Exercise” লঞ্চ করছে NATO?

উত্তর:- ফিনল্যান্ড

7. সম্প্রতি Zebronics TV -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- হৃত্বিক রোশন

8. সম্প্রতি 66 বছর বয়সে প্রয়াত হলেন আমির রাজা হোসেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

উত্তর:- বিখ্যাত থিয়েটার অভিনেতা এবং পরিচালক।

9. “ওয়ার্ল্ড ফুড সেফটি ডে” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 7 জুন

10. ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির তৈরি হতে চলেছে?

উত্তর:- তেলেঙ্গানা রাজ্যে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।