2nd June 2023 Current Affairs in Bengali Quiz | 2nd জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 2nd June 2023 Current Affairs in Bengali Quiz | 2nd জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd June 2023 Current Affairs in Bengali Quiz | 2nd জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

2nd June 2023 Current Affairs in Bengali Quiz | 2nd জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

1. কে সম্প্রতি সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SECI) এর Director হিসাবে নিযুক্ত হলেন?

উত্তর:- অজয় ​​যাদব (Ajay Yadav).

2. ভারত সরকার কর্তৃক UCO ব্যাঙ্কের Managing Director হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অশ্বনী কুমার

3. সম্প্রতি কোন ফিনটেক কোম্পানি ‘Turbo UPI’ ওয়ান-স্টেপ পেমেন্ট সলিউশন চালু করেছে?

উত্তর:- রেজারপে (Razorpay)

4. পশ্চিমবঙ্গের কোন জেলায় দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার?

উত্তর:- মালদহ জেলায়।

5. সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে “নমো শেতকারি মহাসম্মান যোজনা” প্রকল্প চালু করেছে?

উত্তর:- মহারাষ্ট্র সরকার

6. সম্প্রতি 91 বছর বয়সে প্রয়াত হলেন বেদ কুমারী ঘাই, তিনি কে ছিলেন?

উত্তর:- প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত

7. সম্প্রতি ভারতে Realme কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- শাহরুখ খান

8. সম্প্রতি কোন রেসিং ড্রাইভার “মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2023” জয়লাভ করলো?

উত্তর:- ম্যাক্স ভাস্টাপেন

9. সম্প্রতি অনুষ্ঠিত 23 তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী পুরস্কারে সেরা ছবির পুরস্কার জিতলো কোনটি?

উত্তর:- দৃশ্যম ২

10. বিশ্ব স্বাস্থ্য সংস্থার “External Auditor” পদে পুনরায় চার বছরের জন্য কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- গিরিশচন্দ্র মুর্মু।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।