17th May 2023 Current Affairs Quiz WBP Exam | 17th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 17th May 2023 Current Affairs Quiz WBP Exam | 17th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th May 2023 Current Affairs Quiz WBP Exam | 17th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

17th May 2023 Current Affairs Quiz WBP Exam | 17th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস” (World Hypertension Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 17th মে।

2. সম্প্রতি CBI -এর পরবর্তী ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- কর্ণাটকের ডিজিপি প্রবীণ সুদ

3. 2023 সাগর শ্রেষ্ঠ সম্মান পুরস্কার লাভ করলো ভারতের কোন বন্দর?

উত্তর:- কোচিন বন্দর

4. ন্যাশনাল মেডিকেল কমিশন ডাক্তারদের জন্য কী থাকা বাধ্যতামূলক করেছে?

উত্তর:- ডাক্তারদের “ইউনিক আইডি” থাকা বাধ্যতামূলক।

5. সম্প্রতি কোন রাজ্যের তুঙ্গনাথ মন্দিরকে “জাতীয় স্মৃতিসৌধ” হিসেবে ঘোষণা করলো কেন্দ্র সরকার?

উত্তর:- উত্তরাখণ্ড

6. “বিশ্ব তথ্য সমাজ দিবস” (World Information Society Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 17th মে।

7. সম্প্রতি কোন ব্যাঙ্ক ডিজিটাল প্ল্যাটফর্মে ইলেকট্রনিক ব্যাঙ্ক গ্যারান্টি সিস্টেম চালু করেছে?

উত্তর:- ব্যাঙ্ক অফ বরোদা

8. সম্প্রতি কে গোবিন্দ স্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2022-এ ভূষিত হলেন?

উত্তর:- বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জয়ন্ত নারলিকার

9. সম্প্রতি ভারতের 82 তম গ্র্যান্ডমাস্টার কে হলেন?

উত্তর:- তেলেঙ্গানার ভুপ্পালা প্রণীত

10. সম্প্রতি ভারতে কোন এয়ারপোর্টে “ফ্রি রিডিং লাউঞ্জ” ব্যবস্থা চালু করা হয়েছে?

উত্তর:- লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক (উত্তরপ্রদেশ)

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।