কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন ও উত্তর | Kolkata Police Constable GK Mock Test in Bengali

কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন ও উত্তর | Kolkata Police Constable GK Mock Test in Bengali

1. কোন নদীটি “পীত নদী” নামে পরিচিত?

উত্তর:- হোয়াং হো৷

2. বেঙ্গুয়েলা স্রোত একটি কী ধরনের স্রোত?

উত্তর:-  শীতল স্রোত৷

3. চীনের সরকারী ভাষা কোনটি?

উত্তর:- মান্দারিন৷

4. “সততাই উত্তম পন্থা” এই বিখ্যাত উক্তিটি কার?

উত্তর:- ফ্রাঙ্কলিন৷

5. কোন দ্বীপে নেলসন ম্যান্ডেলা বন্দী ছিলেন?

উত্তর:- ব্যারেন দ্বীপে৷

6. “বিগবেন” কোথায় অবস্থিত?

উত্তর:- লন্ডন৷

7. “ব্রাউন হাউস” কোন দেশে অবস্থিত?

উত্তর:- জার্মানি (Barlin)।

8. নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন?

উত্তর:- 1739 সালে৷

9. জওহরলাল নেহেরু বন্দরের নতুন নামটি লেখো।

উত্তর:- নভোসেবা।

10. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী? 

উত্তর:- গ্রিনল্যান্ড৷

11. ইজরায়েল এর সংসদের নাম কী?

উত্তর:- নেসেট।

12. কাঠমাণ্ডু শহর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- কালীগন্ডক।

13. পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন কোনটি?

উত্তর:- টাঙ্গুল (চীন)

14. করাচি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- সিন্ধু নদ৷

15. “হলুদ” গাছের কোন অংশ?

উত্তর:- মূল।

16. KYC – এর পুরো কথা কী?

উত্তর:- know your customer.

17. ‘জার্মান হাম’ নামে পরিচিত কে?

উত্তর:- রুবেলা।

18. মৃত্তিকার ph মাত্রা কোন বিষয়টির উপর নির্ভর করে?

উত্তর:- দ্রবণ।

19. সিরোজেম মৃত্তিকার বর্ণ কীরকম?

উত্তর:- হলদে-বাদামী।

20. “আন্তর্জাতিক যোগ দিবস” কবে উদযাপন করা হয়ে থাকে?

উত্তর:- 21 জুন।

21. ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত জন?

উত্তর:- 7 জন।

22. ডিনামাইট এর গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

উত্তর:- নাইট্রোগ্লিসারিন।

23. মৌসুমী অরণ্য অন্য কী নামে পরিচিত?

উত্তর:- পর্ণমুচি।

24. ‘উত্তর মীমাংসা’ গ্রন্থ কে রচনা করেন?

উত্তর:- ব্যাসদেব।

25. কত সালে কুম্ভমেলা UNESCO এর স্বীকৃতি লাভ করে?

উত্তর:- 2017 সালে

Click Here To Download