পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল প্রশ্নপত্র | WBP All Important Questions Answers in Bengali

পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল প্রশ্নপত্র | WBP All Important Questions Answers in Bengali

1. বায়ুমণ্ডলের কোন স্তরটি থেকে বেতার তরঙ্গ- র প্রতিফলন হয়?

উত্তর:- আয়নো স্তর থেকেI

2. একটি জৈব বর্জ্যের নাম উল্লেখ করোI

উত্তর:- ধানের খড়I

3. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কত হয়?

উত্তর:- 1:2,50,000

4. ভারতে রেল ইঞ্জিনের বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম উল্লেখ করোI

উত্তর:- পেরাম্বুরI

5. যে সীমারেখার নীচে তুষার গলে জলে পরিণত হয় তাকে কী বলে?

উত্তর:- হিমরেখাI

6. বৈপরীত্য উষ্ণতার অধিন একটি রাজ্যের নাম উল্লেখ করোI 

উত্তর:- হিমাচল প্রদেশI

7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিটিকে কী বলা হয়?

উত্তর:- লোয়েসI

8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদানটির নাম উল্লেখ করোI

উত্তর:- নাইট্রোজেনI

9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম উল্লেখ করোI

উত্তর:- সিয়াচেনI

10. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ সৃষ্টি হয় কোন বাহ্যিক শক্তির দ্বারা?

উত্তর:- হিমবাহের সঞ্চয় কার্যের ফলেI

11. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বতের উদাহরণ?

উত্তর:- স্তূপ পর্বতI

12. কোন মাটির জলাধারন ক্ষমতা সবথেকে কম?

উত্তর:- বালি মাটিতেI

13. ভারতের কোন ফসলটির উপর সবুজ বিপ্লবের সর্বাধিক প্রভাব পড়ে?

উত্তর:- গমI

14. ভারতের কোন অংশে খালের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ হয়ে থাকে?

উত্তর:- উত্তর ভারতেI

15. ‘আশ্বিনের ঝড়’ দেখা যায় ভারতের কোন রাজ্যে?

উত্তর:- পশ্চিমবঙ্গেI

16. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- পর্যায়নI

17. নানা রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয়ে থাকে?

উত্তর:- ঘন লাল (Dark Red)I

18. ভারতের কোন মৃত্তিকাটির পরিমাণ সর্বাধিক লক্ষ করা যায়?

উত্তর:- পলিমৃত্তিকাI

19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম উল্লেখ করো?

উত্তর:- আনাইমুদিI

20. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলা হয়?

উত্তর:- মন্থকূপI

Click Here To Download