পশ্চিমবঙ্গে ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | WBPSC Food SI Recruitment 2023 Notification Complete Details
পশ্চিমবঙ্গে সরকারের অধীনে WBPSC (WBPSC Food SI Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে ফুড সাব ইন্সপেক্টর সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে WBPSC -র নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
বিজ্ঞপ্তি নম্বর:- 04 / 2023
নিয়োগকারী সংস্থা:- পশ্চিমবঙ্গে সরকারের অধীনে WBPSC (Westbengal Public Service Commission) তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম:- ফুড সাব ইন্সপেক্টর সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ।
প্রার্থীর বয়সসীমা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারী বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
আবেদন ফি:-
General প্রার্থীদের জন্য 110 /- টাকা
SC / ST / PWD of Westbengal প্রার্থীদের জন্য কোনো প্রকার আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদন পদ্ধতি:- WBPSC -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।
আবেদন প্রক্রিয়া:-
প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট @www.wbpsc.gov.in -এ ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারেন। WBPSC Food SI পদের জন্য আবেদন করার লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। পদটির জন্য আবেদন করতে, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:-
◾ WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
আপনার এনরোলমেন্ট/রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
◾ লগইন করার পরে, WBPSC ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ 2023 -এর জন্য আবেদন করতে লিঙ্কে ক্লিক করুন।
◾ WBPSC Food SI অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করুন নথিপত্র, ছবি এবং স্বাক্ষর আপলোড করুন এবং আবেদনের ফি প্রদান করুন (যদি প্রযোজ্য হয়)।
◾ তারপর Submit করুন এবং আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিন।
Join Telegram Chanel:- Click Here
Official Notification Download:- Click Here
Official Website:- wbpsc.gov.in