পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন ও উত্তর | WBP Constable GK in Bengali Download

পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন ও উত্তর | WBP Constable GK in Bengali Download

1. আকাশ নীল দেখায় কেন?

Ans. সূর্যরশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় আলােকের প্রতিসরণের ঘটে তাই আকাশ নীল দেখায়।

2. কোন্ দ্রাব্যতা থাকার জন্য সােডার বােতল খুললে ফিসফিস শব্দ হয়?

Ans. কার্বন – ডাই – অক্সাইড।

3. অশােক কলিঙ্গ জয় করেছিল কত খ্রিস্টপূর্বাব্দে?

Ans. খ্রিস্টপূর্ব ২৬১ অব্দে।

4. দৃষ্টিহীনদের জন্য পঠন পদ্ধতি আবিষ্কার করেন কে?

Ans. লুই ব্রেল।

5. বিখ্যাত ম্যানহাটন পরিকল্পনা কি উদ্দেশ্যে অধিগৃহীত হয়?

Ans. পরমাণু বােমা সৃষ্টির উদ্দেশ্যে।

6. ফারেনহাইট স্কেলের 14°, সেন্টিগ্রেড স্কেলে কত হবে?

Ans. -10°

7. কচ্ছপ কোন্ শ্রেণীভুক্ত প্রাণী?

Ans. উভচর।

8. সালােকসংশ্লেষ এক ধরনের কী প্রক্রিয়া?

Ans. কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া।

9. রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?

Ans. স্ফিগমােম্যানােমিটার।

10. ‘অনিলা দেবী’ কোন বাঙালি গ্রন্থকারের ছদ্মনাম?

Ans. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

11. ‘Captive Lady‘ কবিতাটির কবি কে?

Ans. মাইকেল মধুসূদন দত্ত।

12. ‘To be or not to be, that is the question’ বিখ্যাত এই উক্তিটি উইলিয়াম শেক্সপীয়রের কোন্ নাটকের?

Ans. হ্যামলেট।

13. ‘India Wins Freedom‘ বিখ্যাত এই বইটি কার লেখা?

Ans. আবুল কালাম আজাদ।

14. পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর  বা এলাকা কোনটি?

Ans. নিউইয়র্ক।

15. উত্তর অয়নান্ত বলতে কি বোঝো?

Ans. যেদিন সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে অবস্থান করে তাকে উত্তর অয়নান্ত বলে

16. অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে ভারতের কোন্ রাজ্যে?

Ans. বিহার।

17. হিউয়েন সাঙ কোন রাজার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন?

Ans. হর্ষবর্ধন।

18. ভারতের ক্ষেপণাস্ত্র – নাশক ক্ষেপণাস্ত্রটি 2000 সালের জুলাই মাসে ভারতীয় নৌবাহিনীর কোন্ রণতরীতে প্রথম সংযােজিত করা হয়?

Ans. আই এন এস সুদর্শন।

19. ভারতে স্থাপিত সর্বপ্রথম ব্যাঙ্কের কোনটি?

Ans. স্টেট অফ ইন্ডিয়া।

20. ‘পুলিৎজার পুরস্কার’ কোন ক্ষেত্রে দেওয়া হয়?

Ans. সাহিত্যে।

21. আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয়?

Ans. উইলিয়াম হােগার্থ।

22. ‘ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল’ এর পাঁচ স্থায়ী সদস্যের চারটি হল ইউ.এস.এ, রাশিয়া, চীন এবং ইউ.কে। পঞ্চম দেশ কোনটি?

Ans. ফ্রান্স।

23. পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন?

Ans. মহম্মদ আলি জিন্না।

24. অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল?

Ans. 1961 সাল।

Click Here To Download