200+ WBP GK in Bengali Download | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জিকে প্রশ্নোত্তর
1. জার্মানীর প্রথম কুলধিপতি কে ছিলেন?
Ans : এডলফ হিটলার।
2. প্রথম অলিম্পিক গেমস কবে হয়েছিল?
Ans : 776 খ্রীস্টাব্দে।
3. রাজ কাপুর কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন?
Ans : 1987 সালে।
4. ওস্তাদ আল্লারাখা কোন বাদ্য যন্ত্র বাজাতেন?
Ans : তবলা।
5. “ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পীচ অ্যান্ড হিয়ারিং” কোথায় অবস্থিত?
Ans : হায়দ্রাবাদ।
6. গন্ডারের খড়গ কীসের রূপান্তর?
Ans : চুল।
7. P যা শােনে তাই বলে কিন্তু R যা শােনে তার উল্টোটা বলে। S যা শােনে তাই বলে যদি তাই করে, কিন্তু S উল্টো বললে Q- ও উল্টো বলে। একটা ঘটনা P দেখার পর Q, R এবং S এর মাধ্যমে তােমার কাছে পৌছলে, তুমি কথাটা কীভাবে নেবে?
Ans : সব সময় ভুল।
8. একটা খরগােশ ও একটা কচ্ছপ এক কিলােমিটার দৌড়ে অংশ নিল। কচ্ছপটা ঘণ্টায় 2000 মিটার যায় আর খরগােশটা ঘণ্টায় 10 কিলােমিটার যায়। তবে খরগােশটার মাঝে মাঝে দৌড়ের মাঝখানে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে, আর ঘুমিয়ে পড়লে 4 থেকে 5 ঘণ্টার আগে সে জাগে না। কে বেশির ভাগ দৌড় জিতবে বলে তােমার মনে হয়?
Ans : খরগােশ বেশির ভাগ দৌড় জিতবে।
9. ধরা যাক দুতলা থেকে তিনতলায় উঠতে একটি সিড়ির ছয়টি ধাপ। দুজন লােক একই ধাপে দাঁড়াতে পারে না। মিঃ ‘এ’ মিঃ ‘সি’ থেকে দুই ধাপ নিচে, মিঃ ‘বি’ মিঃ ‘ডি’ এর পরের ধাপেতে আর মিঃ ‘ই’ বাকি দুটি সিঁড়ির যে কোনাে একটিতে। শুধু একটি ধাপই খালি। ধরা যাক প্রথম ধাপ হল 1 এবং দ্বিতীয় 2 ইত্যাদি। যদি ‘এ’ ও ‘বি’ এর মধ্যে দুটো ধাপ থাকে আর ‘এ’ ‘ডি’ – এর চেয়ে উঁচু ধাপে থাকে, তাহলে ‘এ’ কোন্ ধাপে?
Ans : ৫ ধাপ।
10. এই ক্রমানুসারের শেষ অঙ্কটি কী হবে লেখো? 3 , 11 , 31 , 69 , ………..।
Ans : 131
11. 4 p.m. ও 10 p.m. এর মধ্যে ঘড়ির কাটা দুটি কতবার সমকোণী অবস্থায় আসবে?
Ans : 12
12. একদিন সূর্যোদয়ের সময় সৌরভ ও শচীন পরস্পরের দিকে পেছন ফিরে একটা মাঠে দাঁড়িয়ে ছিল। সৌরভের ছায়া তার ডানদিকে পড়ে থাকলে, শচীন কোনদিকে ফিরে ছিল?
Ans : পশ্চিম।
13. মিঃ ও মিসেস বসুর 4 ছেলে আছে। প্রতি ছেলের একটি করে বােন আছে। তাহলে বসু পরিবারে কতজন সদস্য?
Ans : 7
14. নিখিল ব্যানার্জী কোন্ বাদ্যযন্ত্র বাজাতেন?
Ans : সেতার।
15. ভারতের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা হলেন প্রথম ভারতীয় যিনি—
Ans : রাকেশ শর্মা (১৯৮৪ )।
16. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Ans : সুচেতা কৃপালানি (উত্তর প্রদেশ)।
17. 2001 সালের সমীক্ষা থেকে দেখা যায় যে ভারতবর্ষে সাক্ষরতার হার কেরালা রাজ্যে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে কোন্ রাজ্য?
Ans : মিজোরাম।
18. 2003 সালে নােবেল শান্তি পুরস্কার কে পেয়েছিলেন?
Ans : শিরিন এবাড়ি।
19. সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি “জন – অরণ্য’‘ কার উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
Ans : মণিশঙ্কর মুখােপাধ্যায়।
20. বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়ে থাকে?
Ans : ৮ই সেপ্টেম্বর
21. অলিম্পিকে প্রথম ফুটবল খেলা কত সালে শুরু হয়?
Ans : 1908 সালে।
22. কীটপতঙ্গের সম্বন্ধে অধ্যয়ন কি নামে পরিচিত?
Ans : এনটোমলজি।
23. কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত কান পাস?
Ans : জোজিলা।
24. কোনটি পৃথিবীর গভীরতম লেক?
Ans : বৈকাল, এশিয়া।
Click Here To Download