Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Daily Current Affairs Quiz 7th May 2023 for UPSC Prelims | 7th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs Quiz 7th May 2023 for UPSC Prelims | 7th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
Daily Current Affairs Quiz 7th May 2023 for UPSC Prelims | 7th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন রাজ্য ‘আদর্শ কলোনি উদ্যোগ’ (Adarsha Colony initiative) চালু করেছে?
উত্তর:- ওড়িশা
2. সম্প্রতি কোন দেশ ‘বেসিক প্ল্যান অন ওশান পলিসি’ (Basic Plan on Ocean Policy) গ্রহণ করেছে?
উত্তর:- জাপান
3. BAFTA Fellowship সম্মান পেতে চলেছেন কোন ভারতীয় বংশোদ্ভুত অভিনেত্রী?
উত্তর:- মীরা স্যাল
4. দোহা ডায়মন্ড লিগ 2023 -এ নীরজ চোপড়া কত মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে জয়লাভ করেছেন?
উত্তর:- 88.67 মি
5. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে নিয়োজিত হলেন হলেন Santiago Peña?
উত্তর:- প্যারাগুয়ে
6. সম্প্রতি কে “G20 TechSprint 2023” চালু করেছে?
উত্তর:- ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উভয়ই।
7. Wakefit কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- আয়ুষ্মান খুরানা
8. সম্প্রতি বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI) -এর প্রশাসক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- পি কৃষ্ণ ভাট
9. সম্প্রতি প্রয়াত রণজিৎ গুহ কোন পেশার সাথে যুক্ত ছিলেন?
উত্তর:- ঐতিহাসিক
10. Coal India -র নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- পোলাভারাপু মাল্লিখার্জুন প্রসাদ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।