SLST জেনারেল নলেজ প্রশ্নোত্তর | SLST Questions Answers Download
1. হর্ষবর্ধন দক্ষিণের কোন্ রাজার নিকট যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
Ans : চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর নিকট।
2. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল?
Ans : ১৫৭৬ খ্রীস্টাব্দে।
3. হিউয়েন সাং – লেখা ভ্রমণবৃত্তান্তের নাম কী?
Ans : সি-ইউ-কি।
4. অ্যামালগামের ধাতব উপাদানটি কোনটি?
Ans : পারদ।
5. বর্ণালীর সাতটি আলাের মিশ্রণের দ্বারা যে রং উৎপন্ন হয় তা কী?
Ans : সাদা।
6. ভারতে ইংরেজি শিক্ষার প্রচলন কে শুরু করেন?
Ans : লর্ড মেকলে।
7. কোন্ শিখ গুরু অমৃতসর শহর সৃষ্টি করেছিলেন?
Ans : গুরু রামদাস।
8. নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত খ্রীস্টাব্দে?
Ans : ১৭৩৯ খ্রীস্টাব্দে।
10. ‘থার্মাল আয়ােনাইজেশন’ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
Ans : মেঘনাদ সাহা।
11. পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কোন্ কণিকাটি থাকে না?
Ans : ইলেকট্রন।
12. ‘বায়ােলজি’ শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেছিলেন?
Ans : ল্যামার্ক।
13. কোন্ গ্যাসটির গন্ধ পচা ডিমের মতাে হয়?
Ans : হাইড্রোজেন সালফাইড।
14. ভিটামিন ‘E’- র অভাবে মহিলাদের কোন রােগ হয়?
Ans : বন্ধ্যাত্ব।
15. কোন্ বিজ্ঞানী কোষ আবিষ্কার করেছিলেন?
Ans : রবার্ট হুক।
16. রক্ত একপ্রকার কি জাতীয় কলা?
Ans : যােগকলা।
17. দাদাসাহেব ফালকে পুরস্কার কোন্ ক্ষেত্রের জন্য দেওয়া হয়?
Ans : চলচ্চিত্র।
18. বৃক্কের গঠনগত ও কার্যগত একক লেখো?
Ans : নেফ্রন।
19. মস্তিষ্কের আবরণীর নাম লেখো?
Ans : মেনিনজে।
20. শব্দ কোন এককে মাপা হয়?
Ans : ডেসিবেল।
21. রেডিয়াম এবং ইউরেনিয়াম একধরনের কি জাতীয় বস্তু?
Ans : তেজস্ক্রিয় বস্তু।
25. সর্বপ্রথম দক্ষিণ ভারত আক্রমণ করেছিল কোন মুসলিম শাসক?
Ans : আলাউদ্দিন খিলজী।
22. টায়ালিন উৎসেচক মানবদেহের কোথায় থাকে?
Ans : মানুষের লালারসে।
23. রক্তের মধ্যে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে তাকে কি বলে?
Ans : লিউকোমিয়া।
24. উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
Ans : আর্ক ইন্ডিকেটর।
Click Here To Download