WBPSC General knowledge in Bengali Download
1. “অরণ্যদেব” চরিত্রটি কার করেছিলেন?
Ans : লিফ।
2. এশিয়ার দীর্ঘতম নদীটি কোনটি?
Ans : ইয়াংসিকিয়াং।
3. “ইতিহাসের জনক” কাকে বলা হয়?
Ans : গ্রীক ঐতিহাসিক হেরােডােটাস।
4. ভারতের কোন্ শহর “দক্ষিণ ভারতের কাশী” নামে পরিচিত?
Ans : মাদুরাইকে।
5. রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
Ans : অ্যারিস্টটল।
6. বিখ্যাত সাহিত্যিক বিমল করের ছদ্মনাম কি ছিল?
Ans : মৌমাছি।
7. মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেন?
Ans : উইলিয়াম হার্ভে।
8. সােডা ওয়াটারে যে গ্যাস থাকে সেটির নাম লেখো?
Ans : কার্বন ডাইঅক্সাইড।
9. ট্যাক্সোনমির জনক বলা হয় কোন্ বিজ্ঞানীকে?
Ans : ক্যারােলাস লিনিয়াসকে।
10. নাৰ্ভতন্ত্র গঠনগত ও কার্যগত একক লেখো?
Ans : নিউরােন।
11. ফেরেলের অপর নাম কি?
Ans : কার্বলিক অ্যাসিড।
12. প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে কোন ভিটামিনের অভাবে?
Ans : ভিটামিন ‘A‘
13. দ্বৈত শাসনব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন?
Ans : লর্ড ক্লাইভ।
14. মানবদেহের মধ্যে যে অজৈব অ্যাসিড পাওয়া যায় তার নাম লেখো?
Ans : হাইড্রোক্লোরিক অ্যাসিড।
15. শ্রী অরবিন্দ রচিত গ্রন্থটির নাম লেখো?
Ans : লাইফ ডিভাইন।
16. কোন্ কোন্ বর্ণের আলােয় সালােকসংশ্লেষ প্রক্রিয়া সবচেয়ে ভালাে হয়?
Ans : লাল ও নীল।
17. কথাকলি নৃত্যটি কোন্ রাজ্যে দেখা যায়?
Ans : কেরালা।
18. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতে অস্পৃশ্যতাকে অবলুপ্ত করা হয়েছে?
Ans : ১৭ নম্বর ধারা।
19. পৃথিবীর ক্ষুদ্রতম মেরুদন্ডী প্রাণীর নাম কী??
Ans : পেডােসাইপ্রিস।
20. পেঁয়াজ ও রসুনে যে মৌলটির উপস্থিতর জন্য এদের গন্ধ ঝাঝালাে হয় সেটির নাম কি?
Ans : সালফার।
21. ভারতের কোন রাজ্যে সর্বাধিক নারকেল চাষ করা হয়?
Ans : কেরল।
22. ইতিহাসে ‘পরাক্রমাঙ্ক’ উপাধি কে ধারণ করেছিলেন?
Ans : সমুদ্রগুপ্ত।
23. “ন্যাশনাল এইডস্ রিসার্চ ইনস্টিটিউট” কোন শহরে অবস্থিত?
Ans : পুনেতে।
24. মিউটেশন তত্ত্বের প্রবক্তার নাম কী?
Ans : হুগাে ডি প্রিস।
25. টেলিফোন যন্ত্রটি কে আবিষ্কার করেন?
Ans : গ্রাহাম বেল।
Click Here To Download