কলকাতা বোস ইনস্টিটিউটে শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Bose Institute Recruitment 2023
কলকাতা বোস ইনস্টিটিউট (Bose Institute Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে অ্যাসিটেন্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কলকাতা বোস ইনস্টিটিউটের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
নিয়োগকারী সংস্থা:- কলকাতা বোস ইনস্টিটিউট (Bose Institute Recruitment 2023) তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম:- প্রজেক্ট অ্যাসোসিয়েট, ম্যানেজার সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।
নিয়োগস্থল:-
পশ্চিমবঙ্গের কলকাতায়।
বয়সসীমা:-
প্রার্থীদের বয়সসীমা ৩০-৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:-
মাসিক গড় বেতন ২৫ থেকে ৩১ হাজার টাকা।
আবেদনমূল্য:-
প্রার্থীদের কোনো প্রকার ফি দিতে হবে না।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
আরও পড়ুন:-
মাধ্যমিক পাশে বিএসএফে হেড কন্সটেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
স্নাতক পাশে Indbank -এ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
দ্বাদশ শ্রেণি পাসে সাউদার্ন রেলওয়ের অধীনে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here
ইন্টারভিউয়ের তারিখ:-
২ মে ২০২৩ ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা:-
The Seminar Room of Chemistry Department, Unified Academic Campus, Bose Institute, Block – EN, Sector – V, Plot No.-80, Salt Lake City, Kolkata 700 091
অফিসিয়াল ওয়েবসাইট:- http://www.jcbose.ac.in/
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড:- https://drive.google.com/file/d/1LKOhoJ6ltNepfd6AXYmde1MCv4niYycA/view?usp=drivesdk