Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 30th April 2023 Daily Current Affairs in Bengali Quiz | 30th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th April 2023 Daily Current Affairs in Bengali Quiz | 30th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
30th April 2023 Daily Current Affairs in Bengali Quiz | 30th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সমস্যা-বিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের উদ্ধার করতে সরকার কোন অভিযান শুরু করেছে?
উত্তর:- অপারেশন কাবেরী (Operation Kaveri).
- সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘Indiahandmade Portal’ চালু করেছে?
উত্তর:- বস্ত্র মন্ত্রণালয় (Ministry of Textiles).
- বেঙ্গালুরুকে পরাজিত করে “Hero Super Cup 2023” জিতলো কোন ক্লাব?
উত্তর:- ওড়িশা FC
- সম্প্রতি প্রকাশিত ২০২২ সালের “World’s Largest Military Spending” তালিকায় ভারতের স্থান কত?
উত্তর:- চতুর্থ
- সম্প্রতি কোন রাজ্যের মানামাদুরাই মৃৎপাত্র GI ট্যাগ লাভ করলো?
উত্তর:- তামিলনাড়ু
- সম্প্রতি প্রকাশিত “A Resurgent Northeast: Narratives of Change” শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- আশীষ কুন্দ্রা
- সম্প্রতি কোন দেশ ChatGPT -এর প্রতিদ্বন্দ্বী ‘GigaChat- AI chatbot’ চালু করেছে?
উত্তর:- রাশিয়া
- কোন দেশ ‘আস্তানা ইন্টারন্যাশনাল ফোরাম’ (Astana International Forum) আয়োজন করতে চলছে?
উত্তর:- কাজাখস্তান
- Cycling Federation of India (CFI) -এর প্রেসিডেন্ট পদে সম্প্রতি কাকে নিয়োজিত করা হলো?
উত্তর:- পঙ্কজ সিং
- সম্প্রতি প্রথম কোন দেশের স্বাস্থ্য মন্ত্রক মহিলাদের গর্ভপাত করার Abortion pill ঔষধের অনুমোদন করলো?
উত্তর:- জাপান।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।