Daily Current Affairs 05th May 2023 | 5th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Daily Current Affairs 05th May 2023 | 5th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs 05th May 2023 | 5th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs 05th May 2023 | 5th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর তার নাম কী রাখা হয়েছে?

উওর:- ঘূর্ণিঝড় মৌচা (Cyclone Mocha).

2. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘সিটি বিউটি কম্পিটিশন পোর্টাল’ চালু করেছে?

উওর:- আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়

3. ফোর্বস তালিকা অনুসারে 2023 সালে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ক্রীড়াবিদ কে?

উওর:- ক্রিশ্চিয়ানো রোনালদো

4. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় “শেয়ারড ফিউচার: ইয়ুথ ইন ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স” বিষয়ক Y20 সেমিনার আয়োজন করছে?

উওর:- মণিপুর বিশ্ববিদ্যালয়

5. “বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্স 2023” -এ ভারত কোন স্থান অর্জন করেছে?

উওর:- 161

6. সাহসী ব্যক্তিদের সম্মান জানাতে “আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস” প্রতি বছর কোন দিন পালন করা হয়?

উওর:- 4th মে

7. কোন মহিলা খেলোয়াড় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?

উওর:- দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার শাবনিম ইসমাইল (Shabnim Ismail)

8. কোন দেশ 2023 সালে প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক গ্লোবাল চেস লিগ আয়োজন করতে চলছে?

উওর:- দুবাই

9. কান ফিল্ম ফেস্টিভ্যাল 2023 -এ কোন হলিউড অভিনেতা “অনারারি পালমে ডি’অর পুরস্কার” (Honorary Palme d’Or Prize) পেতে চলেছেন ?

উওর:- মাইকেল ডগলাস (Michael Douglas).

10. ভারত সম্প্রতি কোন দেশের সাথে ‘NET Zero’ ভার্চুয়াল সেন্টার চালু করেছে?

উওর:- যুক্তরাজ্য।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।