প্রতিযোগিতা মূলক পরীক্ষার ইতিহাস প্রশ্নোত্তর | Competitive Exam History Questions Answers PDF
- ভারতের প্রধান কুটির শিল্পর নাম উল্লেখ করো?
উত্তরঃ- ভারতের প্রধান কুটির শিল্প হিসেবে প্রসার লাভ করেছিল বস্ত্র শিল্প।
- বাংলার কোন্ বস্ত্রশিল্পটির খ্যাতি পৃথিবীর প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছিল?
উত্তরঃ- বাংলার মসলিনের খ্যাতি পৃথিবীর প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছিল।
- মসলিনের বস্ত্র বলতে কী বোঝো?
উত্তরঃ- মসলিন বস্ত্র বলতে বোঝোয় বাংলাদেশের ঢাকার তাঁতিদের বোনা একপ্রকারের অতি সূক্ষ্ম বস্ত্র।
- ভারতের সর্বাপেক্ষা বেশি রপ্তানিজাত দ্রব্য ছিল কোনটি?
উত্তরঃ- ভারতের সর্বাপেক্ষা বেশি রপ্তানিজাত দ্রব্য ছিল সুতি ও রেশম বস্ত্র।
- শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে কোন্ কোন্ কাঁচামালের চাহিদা সবচেয়ে বেড়ে গিয়েছিল?
উত্তরঃ- শিল্প বিপ্লব ঘটার ফলে ইংল্যান্ডে তুলো, নীল, পাট এই সমস্ত কাঁচামালের চাহিদা সবচেয়ে বেড়ে গিয়েছিল।
- ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব উল্লেখ করো?
উত্তরঃ- ১৮১৩ খ্রিস্টাব্দের জারি হওয়া সনদ আইনের দ্বারা ইস্ট-ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটেছিল।
- ‘বোর্ড অব রেভিনিউ’ কে গঠন করেছিলেন?
উত্তরঃ- ‘বোর্ড অব রেভিনিউ’ গঠন করেছিলেন ওয়ারেন হেস্টিংস।
- পাঁচসালা বন্দোবস্ত কে, কবে চালু করেছিলেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত চালু করেছিলেন ১৭৭২ খ্রিস্টাব্দে।
- আমিনি কমিশন কে, কেন গঠন করেছিলেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি-বন্দোবস্ত ও ভূমিরাজস্ব ব্যবস্থাগুলি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমিনি কমিশন গঠন করেছিলেন।
- কে, কবে দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ- লর্ড কর্ণওয়ালিস ১৭৯০ খ্রিস্টাব্দে বন্দোবস্ত দশসালা চালু করেন।
- কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিলেন?
উত্তরঃ- লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিলেন।
- রায়তওয়ারি ব্যবস্থা কোন কোন স্থানে প্রচলিত হয়েছিল?
উত্তরঃ- রায়তওয়ারি ব্যবস্থা প্রচলিত হয়েছিল মাদ্রাজ, মহীশূর, মহারাষ্ট্র প্রভৃতি স্থানে।
- মহলওয়ারি ব্যবস্থা কোন কোন স্থানে প্রচলিত হয়েছিল?
উত্তরঃ- মহলওয়ারি ব্যবস্থা প্রচলিত হয়েছিল উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ প্রভৃতি স্থানে।
- ইংল্যান্ড কত খ্রিস্টাব্দে ভারতীয় বস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল?
উত্তরঃ- ইংল্যান্ডের পার্লামেন্ট ১৭২০ খ্রিস্টাব্দে একপ্রকার আইন পাশের দ্বারা ভারতীয় বস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
- ‘ওয়েলেথ্ অব নেশনস্’ কে, কত খ্রিস্টাব্দে রচনা করেন?
উত্তরঃ- ১৭৭৬ খ্রিস্টাব্দে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ‘ওয়েলেথ্ অব নেশনস্’ রচনা করেন।
- সূর্যাস্ত আইন বলতে কী বোঝো?
উত্তরঃ- নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে ভূমিরাজস্ব জমা দেওয়ার আইনকেই সূর্যাস্ত আইন বলা হয়ে থাকে।
- কার আমলে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার অবসান ঘটেছিল?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংসের আমলে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার অবসান ঘটানো হয়েছিল।
- ভারত চিন থেকে কোন দ্রব্যটি আমদানি করত?
উত্তরঃ- ভারত চিন থেকে আফিম আমদানি করত।
- ভাইয়াচারি ব্যবস্থা কোন স্থানে প্রবর্তিত হয়েছিল?
উত্তরঃ- ভাইয়াচারি ব্যবস্থা পাঞ্জাবে প্রবর্তিত হয়েছিল।
- একসালা বন্দোবস্ত কে, কত খ্রীস্টাব্দে প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস ১৭৭৭ খ্রিস্টাব্দে একসালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন।
- কোম্পানির আমলে ভারতের অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল?
উত্তরঃ- কোম্পানির আমলে ভারতের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি।
- ইংল্যান্ডে প্রথম কোন্ শিল্পে শিল্পবিপ্লব ঘটেছিল?
উত্তরঃ- ইংল্যান্ডে প্রথম বস্ত্রশিল্পে শিল্পবিপ্লব ঘটেছিল।
- কলকাতায় সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ- কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৭৪ খ্রিস্টাব্দে।
- কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে কে হয়েছিলেন?
উত্তরঃ- কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।
- রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩ খ্রি.) কোন উদ্দেশ্যে প্রবতন করা হয়েছিল?
উত্তরঃ- রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩ খ্রি.) প্রবর্তিত হয়েছিল ইস্ট-ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রনে রাখার জন্য।
- ‘কর্ণওয়ালিস কোড’ কী?
উত্তরঃ- কর্ণওয়ালিস প্রবর্তিত শাসন ও বিচার বিভাগীয় সংস্কারগুলির সংকলন হল ‘কর্ণওয়ালিস কোড’।
- ব্রিটিশ আমলে কে প্রথম পুলিশ বিভাগ চালু করেছিলেন?
উত্তরঃ- ব্রিটিশ আমলে প্রথম পুলিশ বিভাগ চালু করেছিলেন লর্ড কর্ণওয়ালিস।
- বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন?
উত্তরঃ- বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস।
- কে সদর দেওয়ানি আদালত স্থাপন করেছিলেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস সদর দেওয়ানি আদালত স্থাপন করেছিলেন।
- কোন্ গভর্নর জেনারেলের আমলে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয়?
উত্তরঃ- গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্কের আমলে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয়েছিল।