বান্দ্রা-ওরলি সি লিঙ্ক | Bandra – Worli Sea Link : Mumbai’s Bandra – worli sea link , India’s first 5 km long sea bridge, has been opened to the public.
On the same day, UPA Chairperson Sania Gandhi inaugurated the bridge. It may be mentioned that it used to take about an hour to reach Orli from Bandra, a suburb of Mumbai, after Mahim, Dada, Prabhavati. But as soon as the Bandra-Orly C link is opened, you can reach Orly from Bandra in just 6 minutes. The Maharashtra government has claimed that this sea bridge will save the environment, energy and time.
বান্দ্রা-ওরলি সি লিঙ্ক | Bandra – Worli Sea Link
মুম্বইয়ের বান্দ্রা – ওরলি সি লিঙ্ক ’ (Bandra – worli sea link) নামে ৫ কিলােমিটার লম্বা ভারতের প্রথম সমুদ্রসেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হল।
এদিন ইউ পি এ চেয়ারপার্সন সােনিয়া গান্ধি সেতটির উদ্বোধন করেন। উল্লেখ্য করা যায়, এতদিন মুম্বইয়ের শহরতলি বান্দ্রা থেকে মাহিম, দাদার, প্রভাবতী হয়ে ওরলি পৌঁছতে প্রায় ১ ঘন্টা সময় লাগত। কিন্তু বান্দ্রা – ওরলি সি লিঙ্কটি খুলে যেতেই মাত্র ৭ মিনিটে পৌঁছে যাওয়া যাবে বান্দ্রা থেকে ওরলি। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সমুদ্রসেতুটি হওয়ায় পরিবেশ, জ্বালানি এবং সময় বাঁচবে।