১২০০+ বিসিএস পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন ও উওর | Bd government job Written Exam Question

১২০০+ বিসিএস পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন ও উওর | Bd government job Written Exam Question

১। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত নম্বরে?

উত্তরঃ ৮ম।

২। চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়?

উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে

৩। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামগুলির নাম উল্লেখ করো?

উত্তরঃ কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও

৪। বাংলাদেশের কোন জেলাটিতে শিক্ষার হার সবচেয়ে বেশি?

উত্তরঃ বরগুনা।

৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে ছিলেন উল্লেখ করো?

উত্তরঃ স্যার এ.এফ. রহমান

৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদের কার্যক্রম চালানো হতো?

উত্তরঃ জগন্নাত হল।

৭। দক্ষিন এশিয়ার অবস্থিত সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম উল্লেখ করো?

উত্তরঃ বারডেম।

৮। ‘মূসক’ দিবস কবে পালন করা হয়ে থাকে?

উত্তরঃ ১০ জুলাই।

৯। বাংলাদেশ সরকার কবে ভ্যাট চালু করে?

উত্তরঃ ১৯৯১ সালের ১ জুলাই

১০। বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠা লাভ করেছিল?

উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৭৭১

১১। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সরকারী বাণিজ্যিক ব্যাংকের নাম উল্লেখ করো?

উত্তরঃ সোনালী ব্যাংক।

১২। বাংলাদেশে প্রথম নোট ব্যবস্থা চালু হয় কত সালে?

উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২

১৩। বাংলাদেশের সরকারি নোট কয় ধরনের?

উত্তরঃ ৩টি

১৪। পদ্মা সেতু দেশের কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে?

উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর

১৫। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম স্থলবন্দরটির নাম উল্লেখ করো, এবং এর অবস্থান কোথায়?

উত্তরঃ বেনাপুল, যশোর।

১৬। বাংলাদেশের গড়ে ওঠা গভীর সমুদ্রের বন্দরটির নাম উল্লেখ করো?

উত্তরঃ সোনালিয়া।

১৭। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের ‘হলি আর্টিজেন রেস্তোরায়’ জঙ্গি হামলা হয়েছিল কবে?

উত্তরঃ ২ জুলাই, ২০১৬

১৮। বাংলাদেশে সর্বপ্রথম কবে এবং কে রেল ব্যবস্থা চালু করেছিলেন?

উত্তরঃ ১৮৫৩ সালে লর্ড ডালহৌসী

১৯। বাংলাদেশের ‘রামপুর টেলিভিশন’ কেন্দ্রটি কত সালে স্থাপন করা হয়েছিল?

উত্তরঃ ১৯৭৫ সালে

২০। স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম ডাকটিকেটে কীসের ছবি ছিল?

উত্তর‍ঃ শহীদ মিনারের