April 2023 Monthly Current Affairs PDF in Bengali | এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়াবলী গুলি হলো–
● বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস
● বিভিন্ন নিয়োগ সমূহ
● বিভিন্ন পুরস্কার জয়
● খেলাধুলা সংক্রান্ত
● নির্বাচন জয় ও পদত্যাগ
● ব্যাঙ্ক ও অর্থনীতি
● বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়
● যোজনা, অভিযান, প্রোগ্রাম
● অ্যাপ ও পোর্টাল লঞ্চ
● বই ও লেখক
● ইনডেক্স ও র্যাংকিং
● প্রয়ান দিবস
● আন্তর্জাতিক বিবিধ তথ্য
● বিবিধ বিষয় সমূহ
Daily Current Affairs 1st April 2023
- 1st এপ্রিল, 2023 ওড়িশা রজ্যের কত তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো?
উত্তর:- 88 তম প্রতিষ্ঠা দিবস
- IPL 2023 এর উদ্বোধনী অনুষ্ঠান কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো?
উত্তর:- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
- সম্প্রতি কোন রাজ্য ‘লেক ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ লঞ্চ করেছে?
উত্তর:- তেলেঙ্গানা
- ছত্তিশগড় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- বিচারপতি রমেশ সিনহা
- সম্প্রতি কোন রাজ্যে একটি ‘স্পেস সিস্টেম ডিজাইন ল্যাব’ উদ্বোধন করা হয়েছে?
উত্তর:- গুজরাট
- সম্প্রতি কোন রাজ্যের 100% রেলওয়ে বিদ্যুতায়নের কাজ সুসম্পন্ন হয়েছে?
উত্তর:- হরিয়ানা
- সম্প্রতি কোন শহরে ‘দ্য আফ্রিকা-ইন্ডিয়া ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ’ AFINDEX-2023 -এর দ্বিতীয় সংস্করণের আয়োজিত হলো?
উত্তর:- পুনে
- ভারত সম্প্রতি কোন ইউরোপীয় দেশের সাথে একটি ‘প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করেছে?
উত্তর:- রোমানিয়া
- NASA এর ‘Moon to Mars Program’ -এর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- অমিত ক্ষত্রিয় (Amit Kshatriya)
- “Hero MotoCorp” -এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- নিরঞ্জন গুপ্ত (Niranjan Gupta).
Current Affairs Quiz 02nd April 2023 For Bank Exam
- “বিশ্ব অটিজম সচেতনতা দিবস” এবং “আন্তর্জাতিক শিশু বই দিবস” কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 2nd এপ্রিল
- সম্প্রতি টাটা পাওয়ার কোম্পানি কাকে তার MD এবং CEO হিসাবে পুনঃনিযুক্ত করেছে?
উত্তর:- প্রবীর সিনহা (Praveer Sinha).
- সম্প্রতি ‘Lifetime Achievement Award’ দ্বারা কাকে সম্মানিত করলো টেক্সাস ইউনিভার্সিটি?
উত্তর:- নবীন জিন্দাল -কে
- সম্প্রতি তুরস্কের অনুমোদনের পর কোন দেশটি 31তম ন্যাটো সদস্য হয়েছে?
উত্তর:- ফিনল্যান্ড
- সম্প্রতি প্রকাশিত “2023 Passport Index Points” -এ ভারতের স্থান কততম?
উত্তর:- ১৪৪
- সম্প্রতি কোন দেশ গুলিকে 2023 সালে WHO দ্বারা ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে প্রত্যয়িত করা হয়েছে?
উত্তর:- আজারবাইজান ও তাজিকিস্তান
- TATA IPL 2023 -এর অফিসিয়াল পার্টনার হিসেবে নিযুক্ত হলো কোন কোম্পানি?
উত্তর:- Herbalife
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ফাউন্ডেশন ডে কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- ১লা এপ্রিল
- দুগ্ধজাত দ্রব্যে ভেজাল শনাক্ত করতে পকেট ফ্রেন্ডলি ডিভাইস তৈরি করলো কোন IIT?
উত্তর:- IIT Madras
- সম্প্রতি ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন সারা থমাস, তিনি কে ছিলেন?
উত্তর:- লেখক
4 April 2023 Daily Current Affairs | SSC | Banking | Defence
- সম্প্রতি কোন রাজ্যের ‘কাংড়া চা’ GI ট্যাগ লাভ করলো?
উত্তর:- হিমাচল প্রদেশ
- ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে ২য় শেরপা বৈঠক সম্প্রতি কোন রাজ্যে শুরু হলো?
উত্তর:- কেরালা
- সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী Twitter -এ সবচেয়ে বেশি ফলো করা ব্যক্তি কে?
উত্তর:- এলোন মাস্ক
- সম্প্রতি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসেবে কে নিয়োজিত হলেন?
উত্তর:- অধ্যাপিকা ড: রেনু চীমা ভিগ
- সম্প্রতি PTC India -র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
উত্তর:- রাজীব কুমার মিশ্র
- সম্প্রতি প্রকাশিত “World Tree City List” -এ দ্বিতীয়বার স্থান পেল ভারতের কোন শহর?
উত্তর:- মুম্বাই
- সম্প্রতি Hero Motocorp Board এর CEO পদে কাকে নিয়োজিত করা হলো?
উত্তর:- নিরঞ্জন গুপ্তা
- ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় গড়ে উঠতে চলেছে?
উত্তর:- জয়পুরে
- সম্প্রতি 11 তম বন্দে ভারত এক্সপ্রেস কোথা থেকে কোথায় চালু হলো?
উত্তর:- ভোপাল থেকে নিউ দিল্লি
- সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ পদে নিয়োজিত হলেন?
উত্তর:- ড্যানিয়েল মুখি।
.