অতীত কাল ও তার শ্রেণিবিভাগ | Past Tense and Its Classification

অতীত কাল ও তার শ্রেণিবিভাগ | Past Tense and Its Classification

অতীত কাল (Past Tense): যে ক্রিয়া পূর্বেই ঘটে গেছে এবং তার ফল বর্তমান নেই, তার কালকে অতীত কাল বলা হয়। যেমন — শ্যাম গতকাল এখানে এসেছিল। আমি তখন গান করিতেছিলাম। ক্রিয়ার রূপ অনুযায়ী অতীত কালকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন—
● (১) সাধারণ বা সামান্য অতীত
● (২) ঘটমান অতীত
● (৩) পুরাঘটিত অতীত এবং
● (৪) নিত্যবৃত্ত অতী।

■ (১) সাধারণ বা সামান্য অতীত:-


যে-ক্রিয়া অতীত কালে সম্পন্ন হয়ে গেছে এবং তার ফল বর্তমান নেই, তার কালকে সাধারণ অতীত বা সামান্য অতীত বলে। সামান্য অতীতে মূল ধাতুর সঙ্গে অতীত কালবাচক ‘ইল’ প্রত্যয় এবং পুরুষানুযায়ী ক্রিয়াবিভক্তি যুক্ত হয়ে ক্রিয়ারূপ গঠিত হয়। যেমন – পূর্ণিমা রাত্রির পূর্ণ আকাশে চাঁদের উদয় হল। আমি দেশে ফিরলাম।

■ (২) ঘটমান অতীত:- যে ক্রিয়া অতীত কালে ঘটে চলেছিল তার কালকে ঘটমান অতীত বলে। ঘটমান অতীতে মূল ধাতুর সঙ্গে ‘ইতে’ প্রত্যয় ও ‘আছ্‌’ ধাতু যুক্ত হয়। অতীত কালবাচক ‘ ই ’ প্রত্যয় এবং পুরুষানুযায়ী ক্রিয়াবিভক্তি যুক্ত হয়। যেমন — আমাদের অসহায় অবস্থা উপলব্ধি করে মেয়েটি হাসছিল। দুপুরবেলায় বাড়ির সব গিন্নী তাস খেলছিল।

■ (৩) পুরাঘটিত অতীত:- অতীতকালে যে – কাজ আরম্ভ হয়ে অতীতেই শেষ হয়ে গিয়েছে যার ফল এখন আর বর্তমান নেই, এইরূপ ক্রিয়ার কালকে পুরাঘটিত অতীত বলে। পুরাঘটিত অতীতে মূল ধাতুর সঙ্গে ‘ইয়া’ প্রত্যয়, ‘আছ’ ধাতু যুক্ত হয়। অতীতকাল বাচক ‘ইল্‌’ প্রত্যয় এবং সর্বশেষে পুরুষানুযায়ী ক্রিয়াবিভক্তি যুক্ত হয়ে ক্রিয়ারূপ গঠিত হয়। যেমন — তারা পূজার ছুটিতে রাজস্থান বেড়াতে গিয়েছিল। দাঁড়িয়েছিলুম চণ্ডীমণ্ডপের বারান্দায়।

■ (৪) নিত্যবৃত্ত অতীত:- অতীতে কোনো ক্রিয়া নিয়মিতভাবে ঘটত, এই ভাব বোঝাবার জন্য নিত্যবৃত্ত অতীতের ব্যবহার হয়। নিত্যবৃত্ত অতীতে মূল ধাতুর সঙ্গে অতীতকালবাচক ‘ইত’ প্রত্যয় এবং পুরুষানুযায়ী ক্রিয়াবিভক্তি যুক্ত হয়ে ক্রিয়ারূপ গঠিত হয়। যেমন — ‘সাজাতাম ফুল সাজে, হাসিতেন প্রভু’। ‘কভু বা কুরঙ্গিনী সঙ্গে রঙ্গে নাচিতাম বনে, গাহিতাম গীত কত কোকিলের ধ্বনি’।