31st March 2023 Current Affairs in Bengali Quiz | 31st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 31st March 2023 Current Affairs in Bengali Quiz | 31st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 31st March 2023 Current Affairs in Bengali Quiz | 31st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

31st March 2023 Current Affairs in Bengali Quiz | 31st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “World Backup Day” কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 31st মার্চ

  1. সম্প্রতি প্রকাশিত পাসপোর্ট সূচক পয়েন্টে ভারতের স্থান কত তম?

উত্তর:- 144 তম

  1. ‘প্রকল্প আকাশতীর’ -এর অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন সংস্থার সাথে সহমত হয়েছে?

উত্তর:- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited).

  1. সম্প্রতি “2023 Wildlife Conservation Award” এ কে ভূষিত হলেন?

উত্তর:- আলিয়া মীর

  1. সম্প্রতি “Assocham” -এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অজয় ​​সিং (Ajay Singh).

  1. স্টার স্পোর্টস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- বলিউড অভিনেতা রণবীর সিং

  1. সম্প্রতি প্রকাশিত টাইম ম্যাগাজিন 2023 এর ‘বিশ্বের সেরা স্থানের’ বার্ষিক তালিকায় ভারতের কোন দুটি জায়গা স্থান পেয়েছে?

উত্তর:- ময়ূরভঞ্জ ও লাদাখ

  1. ক্রিকেটের T20I ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী কে হলেন?

উত্তর:- বাংলাদেশের অলরাউন্ডার- সাকিব আল হাসান

  1. সম্প্রতি কোন রাজ্যের নির্বাচন কমিশন রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য Poll Icon হিসাবে মনজাম্মা যোগতিকে নিযুক্ত করলো?

উত্তর:- কর্ণাটক রাজ্যের নির্বাচন কমিশন।

  1. সম্প্রতি কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন?

উত্তর:- টি.এস. শিবজ্ঞানম।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।