Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st April 2023 Current Affairs Quiz in Bengali | 1st এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st April 2023 Current Affairs Quiz in Bengali | 1st এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
1st April 2023 Current Affairs Quiz in Bengali | 1st এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- 1st এপ্রিল, 2023 ওড়িশা রজ্যের কত তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো?
উত্তর:- 88 তম প্রতিষ্ঠা দিবস
- IPL 2023 এর উদ্বোধনী অনুষ্ঠান কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো?
উত্তর:- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
- সম্প্রতি কোন রাজ্য ‘লেক ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ লঞ্চ করেছে?
উত্তর:- তেলেঙ্গানা
- ছত্তিশগড় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- বিচারপতি রমেশ সিনহা
- সম্প্রতি কোন রাজ্যে একটি ‘স্পেস সিস্টেম ডিজাইন ল্যাব’ উদ্বোধন করা হয়েছে?
উত্তর:- গুজরাট
- সম্প্রতি কোন রাজ্যের 100% রেলওয়ে বিদ্যুতায়নের কাজ সুসম্পন্ন হয়েছে?
উত্তর:- হরিয়ানা
- সম্প্রতি কোন শহরে ‘দ্য আফ্রিকা-ইন্ডিয়া ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ’ AFINDEX-2023 -এর দ্বিতীয় সংস্করণের আয়োজিত হলো?
উত্তর:- পুনে
- ভারত সম্প্রতি কোন ইউরোপীয় দেশের সাথে একটি ‘প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করেছে?
উত্তর:- রোমানিয়া
- NASA এর ‘Moon to Mars Program’ -এর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- অমিত ক্ষত্রিয় (Amit Kshatriya)
- “Hero MotoCorp” -এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- নিরঞ্জন গুপ্ত (Niranjan Gupta).
❏ 31st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।