উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | IGNOU Recruitment 2023
ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
নিয়োগকারী সংস্থা:- Indira Gandhi National Open University তথা IGNOU এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম:- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
শূন্যপদের সংখ্যা:- 200টি
শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে কম্পিউটার এর টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা:-
এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন:- নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 19,900/- টাকা।
আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আবেদন শুরু:- আবেদন প্রক্রিয়া চলছে।
আবেদনের শেষ তারিখ:- 20/04/2023
Official Notification:: https://img.freejobalert.com/uploads/2023/03/Notification-IGNOU-Jr-Assistant-cum-Typist-Posts.pdf
Apply Online:: https://examinationservices.nic.in/recsys23/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYCztFlNKyqcTW1qzg34UFs9mm1k9K882sSFo9l2HtuD
Official Website:: https://www.ignou.ac.in/