মাধ্যমিক পাশে আয়কর বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Income Tax Department Recruitment 2023

Income Tax Department Recruitment 2023

পশ্চিমবঙ্গে আয়কর বিভাগ (Income Tax Department Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে মাল্টি টাস্কিং স্টাফ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- আয়কর বিভাগের তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:- মাল্টি টাস্কিং স্টাফ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ করা হবে।

আবেদনের মাধ্যম:- Ofline -এ আবেদন করতে হবে।

আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।

আবেদন শেষের তারিখ:- ১৭ মার্চ ২০২৩

■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://incometaxindia.gov.in/

আরো চাকরির খবর:-

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুলসংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি পড়ার লিংক:-

https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/44/Sport-Quota-Recruitment-NWR.pdf

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮- ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

মাসিক বেতন:- সর্বনিম্ন 40,000/- টাকা

আবেদন পাঠানোর ঠিকানা:-

Dy. Commissioner of Income Tax (Hq) (Admn), O/o the Principal Chief Commissioner of Income Tax, NWR, Aayakar Bhawan, Sector -17E, Chandigarh -160017.

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

◾ Written Exam.
◾ Short-listing.
◾ Document Verification (DV).
◾ Interview

আবেদন পদ্ধতি:-

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://incometaxindia.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র:-

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি

■ অনলাইনের আবেদন করার পদ্ধতি:-

● প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।

● অনলাইনে রেজিস্ট্রেশন তথা লগইন এর ডাইরেক্ট লিংকে ক্লিক করতে হবে।

● Registration এর সময় নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।

● এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি সমস্ত কিছু নির্ভুলভাবে দিতে হবে।

● রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি অবশ্যই নোট করে রাখবেন। যেটি পুনরায় লগইন করার জন্য লাগবে।

● সব শেষে যাদের আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।