10th March 2023 Daily Current Affairs Quiz Bengali | 10th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 10th March 2023 Daily Current Affairs Quiz Bengali | 10th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th March 2023 Daily Current Affairs Quiz Bengali | 10th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

10th March 2023 Daily Current Affairs Quiz Bengali | 10th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ‘হার পেমেন্ট ডিজিটাল’ মিশন চালু করেছে কোন ব্যাঙ্ক?

উত্তর:- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

  1. সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কোন জেলায় ভারতীয় সেনাবাহিনী সবচেয়ে উঁচু “আইকনিক জাতীয় পতাকা” উত্তোলন করেছে?

উত্তর:- ডোডা

  1. সম্প্রতি কোন ভারতীয়-আমেরিকান সম্প্রতি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক হিসেবে মনোনীত হলেন?

উত্তর:- অরুণ সুব্রামানিয়ান

  1. সম্প্রতি কোন দেশ 25 বছরের মধ্যে প্রথমবারের মতো সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর:- কলম্বিয়া

  1. সম্প্রতি মেঘালয়ের 11 তম বিধানসভার স্পিকার হিসাবে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন?

উত্তর:- টমাস এ. সাংমা (Thomas A. Sangma).

  1. সম্প্রতি ‘বাহু বলি’, নামক বিশ্বের প্রথম 200 মিটার দীর্ঘ বাঁশের ক্র্যাশ ব্যারিয়ার কোন রাজ্যে স্থাপন করা হলো?

উত্তর:- মহারাষ্ট্র

  1. সম্প্রতি 5th ASEAN -ভারত ব্যবসায়িক শীর্ষ সম্মেলন (5th ASEAN-India Business Summit) কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- কুয়ালালামপুর

  1. সম্প্রতি কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।

  1. সম্প্রতি কে ভারতীয় বিমান বাহিনী (IAF) ইউনিটের প্রথম মহিলা কমান্ডার হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর:- শালিজা ধামি (Shalija Dhami).

  1. স্যাভলনের বিশ্বের প্রথম হ্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন?

উত্তর:- শচীন টেন্ডুলকার।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।