5th March 2023 Current Affairs in Bengali | 5th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 5th March 2023 Current Affairs in Bengali | 5th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th March 2023 Current Affairs in Bengali | 5th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

5th March 2023 Current Affairs in Bengali | 5th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কোথায় “Snow Marathon” -এর আয়োজন করলো কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক?

উত্তর:- জম্মু -তে

  1. সম্প্রতি “20th Bio Asia Summit 2023” অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তর:- হায়দ্রাবাদ

  1. Pepsi কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অভিনেতা রণবীর সিং।

  1. সম্প্রতি “Qatar Open title 2023” জিতলেন কোন দেশের টেনিস খেলোয়াড় Daniil Medvedev?

উত্তর:- রাশিয়া

  1. সম্প্রতি “Carabao Cup title 2023” জিতলো কোন ফুটবল ক্লাব?

উত্তর:- Manchester United.

  1. ভারতে প্রথম বিদেশি ইউনিভার্সিটি হিসাবে ক্যাম্পাস তৈরি করেছে কোন দেশের Deakin University?

উত্তর:- অস্ট্রেলিয়া

  1. সম্প্রতি মহারাষ্ট্র -এর ওসমানাবাদের নাম পরিবর্তন করে কি রাখা হল?

উত্তর:- ধারাশিব

  1. সম্প্রতি অনাথ শিশুদের জন্য ভারতে প্রথম সরকারী “Mother Milk Bank” তৈরি করলো কোন রাজ্য সরকার?

উত্তর:- উত্তরাখণ্ড

  1. এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস শুরু হলো কোন রাজ্যে?

উত্তর:- জম্মু-কাশ্মীর

  1. সম্প্রতি প্রকাশিত “Centre for Monitoring Indian Economy” -এর রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের কোন রাজ্যে বেকারত্বের হার সবথেকে কম?

উত্তর:- ছত্তিশগড়।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।