সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল | Causes and Results of Santal Rebellion
■ প্রশ্ন:- টীকা লেখো— সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। (Causes and Results of Santal Rebellion).
■ উত্তর:- ❏ সাঁওতাল বিদ্রোহ:- ব্রিটিশ শাসন, ব্রিটিশদের আশ্রয়পুষ্ট জমিদার ও মহাজন শ্রেণির নির্মম শোষণের বিরুদ্ধে সাঁওতালরা যে আন্দোলন করেছিল তা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। তারা মোট সাতবার বিদ্রোহ করেছিল তার মধ্যে ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল সবচেয়ে ব্যাপক ও গুরুতর।
■ সাঁওতাল বিদ্রোহের কারণ:- সাঁওতালদের বেশিরভাগই ছিল কৃষিজীবি। জমিদাররা তাদের নানাভাবে প্রতারিত করে জমির দখল নিতে শুরু করে। ইংরেজ কোম্পানি জমির ওপর খাজনা বৃদ্ধি করে। জমির খাজনা নগদে দিতে হওয়ায় তারা মহাজনদের কাছে হাত পাততে বাধ্য হত। মহাজনরা সেই সুযোগে তাদের জমিগুলি নিজেদের অধিকারে নিয়ে নিত। বিভিন্ন ব্যবসায়ীরা বেশি দামে জিনিস বিক্রি করত, বিনিময়ে অল্প মূল্যে সাঁওতালদের খেতের ফসল কিনত। এভাবে তারা বিভিন্নভাবে শোষিত হতে থাকে।
থানার দারোগা, নতুন রেললাইনের ঠিকাদার, নীলকর সকলেই সাঁওতালদের ওপর জোরজুলুম ও অত্যাচার করত। উপরোক্ত কারণগুলির প্রতিকার করার জন্য শেষ পর্যন্ত তারা বিদ্রোহের পথে অগ্রসর হয়।
■ সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব:- সাঁওতাল বিদ্রোহের নেতাদের মধ্যে সিধু ও কানু, ডোমন মাঝি, বীর সিং, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য।
■ বিদ্রোহ ও দমন:- ১৮৫৫ খ্রিস্টাব্দের ২৭ শে জুলাই তারা ইংরেজদের পরাজিত করে নিজেদের ‘সুবা রাজত্বের’ কথা ঘোষণা করে। এবার ইংরেজরা সেনাবাহিনীর সাহায্য নিয়ে নিষ্ঠুর অত্যাচারের মাধ্যমে এই বিদ্রোহ দমন করে।
■ ফলাফল:- এই বিদ্রোহ ব্যর্থ হলেও সরকার সাঁওতালদের জন্য কিছু কিছু সুযোগ-সুবিধা দান করেছিল। ‘সাঁওতাল পরগনা’ নামে একটি পৃথক অঞ্চলও তাদের জন্য গঠিত হয়।