1st March 2023 Current Affairs in Bengali | 1st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st March 2023 Current Affairs in Bengali | 1st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st March 2023 Current Affairs in Bengali | 1st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1st March 2023 Current Affairs in Bengali | 1st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “World Seagrass Day” কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 1st মার্চ

  1. “শূন্য বৈষম্য দিবস” (Zero Discrimination Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st মার্চ

  1. সম্প্রতি 2023 সালের মার্কনি পুরস্কারে কে সম্মানিত হলেন?

উত্তর:- হরি বালাকৃষ্ণান

  1. “US চেম্বার্স অফ কমার্স” কর্তৃক প্রকাশিত আন্তর্জাতিক IP সূচকে ভারতের অবস্থান কত?

উত্তর:- 42th

  1. ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস 2022 -এ কোন খেলোয়াড় সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন?

উত্তর:- লিওনেল মেসি (Lionel Messi).

  1. সম্প্রতি কোন দেশ ‘ন্যাশনাল গ্রিন ফিসকাল ইনসেনটিভস পলিসি ফ্রেমওয়ার্ক’ চালু করেছে?

উত্তর:- কেনিয়া (Kenya).

  1. সম্প্রতি কোন খেলোয়াড় কাতার ওপেন টেনিস 2023 এর শিরোপা জিতলেন?

উত্তর:- ড্যানিল মেদভেদেভ (Daniil Medvedev).

  1. সম্প্রতি FICCI -এর নতুন মহাসচিব হিসেবে কাকে নিযুক্ত করা হলো? (Federation of Indian Chambers of Commerce and Industry)

উত্তর:- শৈলেশ পাঠক (Shailesh Pathak).

  1. সম্প্রতি টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হলেন?

উত্তর:- কেন উইলিয়ামসন (Kane Williamson).

  1. ‘ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ইনডেক্স 2022’ -এ ভারতের কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে?

উত্তর:- পশ্চিমবঙ্গ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।