Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 2nd March 2023 Current Affairs in Bengali | 2nd মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd March 2023 Current Affairs in Bengali | 2nd মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
2nd March 2023 Current Affairs in Bengali | 2nd মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কোন দেশকে GSM অ্যাসোসিয়েশন কর্তৃক গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড 2023 এ সম্মানিত করা হলো? (Global System For Mobile).
উত্তর:- ভারত
- সম্প্রতি ‘UPI LITE Payments’ চালু করার প্রথম প্ল্যাটফর্ম কোনটি?
উত্তর:- Paytm Payments Bank.
- মার্কিন মহাকাশ সংস্থা NASA -র বিজ্ঞান প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- নিকোলা ফক্স (Nicola Fox).
- সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম মিউনিসিপ্যাল বন্ড সূচক চালু করেছে?
উত্তর:- NSE (National Stock Exchange).
- জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক শিরোপা কে জিতলেন?
উত্তর:- অনুপমা উপাধ্যায়
- PIB -র নতুন প্রিন্সিপাল মহাপরিচালক হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন?
উত্তর:- রাজেশ মালহোত্রা (Rajesh Malhotra).
- সম্প্রতি ভারতের G-20 প্রেসিডেন্সির অধীনে কোন শহর W20 সূচনা সভার আয়োজন করতে চলছে?
উত্তর:- ঔরঙ্গাবাদ
- সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল বায়োরিসোর্স কনক্লেভ অ্যান্ড এথনোফার্মাকোলজি কংগ্রেস 2023’ -এর আয়োজন করতে চলছে কোন শহর?
উত্তর:- ইম্ফল
- ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন?
উত্তর:- দীনেশ কে ত্রিপাঠি
- সম্প্রতি কোন শহরের নাম পরিবর্তন করে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ করা হয়েছে?
উত্তর:- ঔরঙ্গাবাদ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।