500+ জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Life Science Questions Answers PDF in Bengali

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Life Science Questions Answers PDF in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Life Science Questions Answers PDF in Bengali

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Life Science Questions Answers PDF in Bengali

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. কোন ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়?

উত্তর:- ভিটামিন C

  1. সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? 

উত্তর:- O গ্রুপের।

  1. লজ্জাবতী পাতার চলন কোন প্রকার চলনের উদাহরণ? 

উত্তর:- সিসমেন্যাস্টি 

  1. দুধে কোন খাদ্য উপাদান গুলির অভাব থাকে?

উত্তর:- Fe ও ভিটামিন C 

  1. নীচের কোন হরমােনটিকে লােকাল হরমােন বলা হয়?

উত্তর:- অক্সিটোসিন

  1. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস শরীরের কোথায় অবস্থিত?

উত্তর:- অগ্ন্যাশয়ে 

  1. সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম লেখো?

উত্তর:- প্লাটিপাস 

8 . কার চামড়ার নীচে পুরু ব্লাবারের স্তর থাকেতে দেখা যায়?

উত্তর:- তিমির 

9 . জরায়ুজ অঙ্কুরােদগম কোন উদ্ভিদে দেখা লক্ষ করা যায় যায়?

উত্তর:- গরান গাছে 

  1. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেছিলেন?

উত্তর:- এডওয়ার্ড জেনার

  1. ভাইরােলজির জনক কে ছিলেন?

উত্তর:- বেইজিরিঙ্ক

  1. ‘দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন’ – বিখ্যাত গ্রন্থটি কার লেখা?

উত্তর:- চার্লস ডারউইন 

  1. শ্বসনে মােট কত অণু ATP উৎপন্ন হয়ে থাকে?

উত্তর:- 38 অণু 

  1. পিত্তরসে কোন উৎসেচকটি বেশি পরিমাণে থাকে থাকে?

উত্তর:- কোন উৎসেচকই থাকে না 

  1. উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়?

উত্তর:- জাইলেমের মাধ্যমে

  1. প্যারামেসিয়ামের গমনাঙ্গ – র নাম লেখো।

উত্তর:- সিলিয়া 

  1. খাদ্যশৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কটি হয়ে থাকে?

উত্তর:- 3 থেকে 5 এর মধ্যে

  1. মানবদেহের কোন অঙ্গটি থেকে রেনিন -এর ক্ষরণ হয়?

উত্তর:- বৃক্ক

  1. মানুষের করােটি স্নায়ুর সংখ্যা কয়টি?

উত্তর:- 12 জোড়া 

20 . কোন হরমোন BMR বৃদ্ধি করে থাকে?

উত্তর:- থাইরক্সিন 

  1. কোশবাদের প্রবর্তক কে ছিলেন?

উত্তর:- স্লেইডেন ও স্বােয়ান 

  1. সজীব কোশ কে প্রথম আবিষ্কার করেছিলেন?

উত্তর:- লিউয়েন হক 

  1. বীজের সস্য নিউক্লিয়াসে ক্রোমােজোম সংখ্যা উল্লেখ করো?

উত্তর:- 3n

  1. নিচের কোন উপাদানটি সজীব প্রকৃতির?

উত্তর:- ট্রাকিড 

  1. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম উল্লেখ করো।

উত্তর:- প্লীহা 

  1. ভারমিফর্ম অ্যাপেনডিক্স পৌষ্টিকনালীর কোন অংশে সংলগ্ন হয়ে থাকে?

উত্তর:- সিকাম 

  1. সবচেয়ে দীর্ঘ করােটীয় স্নায়ুর নাম লেখো।

উত্তর:- ভেগাস

  1. ভূণমুকুলাবরণীতে কোন হরমােন থাকে।

উত্তর:- IAA

  1. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ উল্লেখ করো?

উত্তর:- 20.60 ভাগ

  1. কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়ে যায়?

উত্তর:- ভিটামিন- D 

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Life Science Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।