রাজ্যে পিএম-পোষণ প্রকল্পে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Westbengal PM-POSHAN Scheme Recruitment 2023

Westbengal PM-POSHAN Scheme Recruitment 2023

পশ্চিমবঙ্গে পিএম-পোষণ প্রকল্প (Westbengal PM-POSHAN Scheme Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, কো-অর্ডিনেটর পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- রাজ্য সরকারের তত্ত্বাবধানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:- কো-অর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য নিয়োগ করা হবে।

আবেদনের মাধ্যম:- ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ:- ১৬ মার্চ ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট:- https://hooghly.nic.in/

আরো চাকরির খবর:-

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুলসংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি পড়ার লিংক:-

https://drive.google.com/file/d/1bpDzE9acafs4CUdJ7WElrh-NZRB0OSJH/view?usp=drivesdk

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজে বিশেষ অভিজ্ঞতা থাকা দরকার।

বয়সসীমা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮- ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

মাসিক বেতন:- সর্বনিম্ন 18,000/- টাকা

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

◾ Document Verification (DV).
◾ Interview

ইন্টারভিউয়ের স্থান:-

Gatidhara Meeting Hall, 2nd Floor of New Administrative Building, Chinsurah, Hooghly.

আবেদন পদ্ধতি:-

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://hooghly.nic.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র:-

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি