16th February 2023 Current Affairs in Bengali | 16th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 16th February 2023 Current Affairs in Bengali | 16th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th February 2023 Current Affairs in Bengali | 16th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

16th February 2023 Current Affairs in Bengali | 16th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি মন্ত্রকের উদ্যোগে ‘Healthy Mind, Healthy Home’ পোগ্রাম চালু হয়েছে?

উত্তর:- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

  1. ভারতের প্রথম ‘Frozen Lake Marathon’ -এর আয়োজন করতে চলছে কোন রাজ্য?

উত্তর:- লাদাখ

  1. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা ক্রিকেট দলের মেন্টর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- সানিয়া মির্জা

  1. সম্প্রতি কোন রাজ্য চম্বল নদীর সংগৃহীত জল অন্য জেলায় স্থানান্তরের প্রকল্প বাস্তবায়নের জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে?

উত্তর:- রাজস্থান

  1. ‘বিশ্ব হিন্দি সম্মেলন’ -এর 12 তম আসর কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- ফিজি (Fiji).

  1. ভারতের প্রথম “Anti-Copying Law” কোন রাজ্যে কার্যকর হয়েছে?

উত্তর:- উত্তরাখণ্ড

  1. সম্প্রতি “FIFA Club World Cup 2022” টাইটেল জিতলো কোন ফুটবল ক্লাব?

উত্তর:- Real Madrid.

  1. সম্প্রতি কোন রাজ্য 5 তম খেলো ইন্ডিয়া যুব গেমসে চ্যাম্পিয়ন হলো?

উত্তর:- মহারাষ্ট্র

  1. সম্প্রতি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু (Mohammad Shahabuddin Chuppu).

  1. সম্প্রতি ভারতের প্রথম এসি ডাবল ডেকার ইলেকট্রিক বাস কোন শহরে চালু হয়েছে?

উত্তর:- মুম্বাই

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।