13th February 2023 Current Affairs in Bengali | 13th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 13th February 2023 Current Affairs in Bengali | 13th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th February 2023 Current Affairs in Bengali | 13th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

13th February 2023 Current Affairs in Bengali | 13th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “World Radio Day” কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 13th ফেব্রুয়ারী

  1. সম্প্রতি ভারত অর্থনৈতিক সহায়তা প্রকল্পের অধীনে কোন দেশকে 50টি বাস উপহার দিল?

উত্তর:- শ্রীলংকা

  1. সম্প্রতি ‘গ্রিন বন্ড’ প্রদানকারী প্রথম পৌরসভা কোনটি?

উত্তর:- ইন্দোর

  1. সম্প্রতি যুবকদের জন্য ‘যুব সঙ্গম পোর্টাল’ কে চালু করলেন কে?

উত্তর:- ধর্মেন্দ্র প্রধান

  1. সম্প্রতি কোন রাজ্য আগামী দুই বছরে গ্রিন হাইড্রোজেন হাব স্থাপন করতে চলছে?

উত্তর:- কেরালা

  1. সম্প্রতি কোন দেশের অভিজ্ঞ ক্রিকেটার অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন?

উত্তর:- অস্ট্রেলিয়া

  1. সম্প্রতি ‘নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন’ কাকে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করলো?

উত্তর:- মন্টি দেশাই

  1. সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ তার 37টি শহরে সামরিক আইন জারি করেছে?

উত্তর:- মায়ানমার

  1. সম্প্রতি ওড়িশার কোন শহরে কলিঙ্গ সাহিত্য উৎসবের নবম সংস্করণ আয়োজন হবে?

উত্তর:- ভুবনেশ্বর

  1. সাংবাদিকতার জন্য সম্প্রতি “Raja Ram Mohan Roy National Award” দ্বারা সম্মানিত হলেন কে?

উত্তর:- এ.বি.কে. প্রসাদ

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।