6th February 2023 Current Affairs in Bengali | 6th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 6th February 2023 Current Affairs in Bengali | 6th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th February 2023 Current Affairs in Bengali | 6th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

6th February 2023 Current Affairs in Bengali | 6th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কোন দেশে ভারতের পরিবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন প্রশান্ত আগ্রাবাল?

উত্তর:- লাওস

  1. সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Manuela Roka Botey?

উত্তর:- ইকোয়াটোরিয়াল গিনি।

  1. 2023 সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং অনুযায়ী কোন প্রতিষ্ঠানটি পাবলিক ইনস্টিটিউশনের মধ্যে ভারতে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- IIM লক্ষ্ণৌ

  1. সম্প্রতি অরুণ কোহলি কে ভারতীয় শাখার প্রধান হিসেবে নিযুক্ত করলো কোন সংস্থা?

উত্তর:- Morgan Stanley

  1. সম্প্রতি দেশের পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুসারে কোন দেশের মুদ্রাস্ফীতি গত 48 বছরের সর্বোচ্চে উঠেছে?

উত্তর:- শ্রীলঙ্কা

  1. ইথানল উৎপাদনের জন্য সম্প্রতি কোন দেশের সঙ্গে পার্টনারশীপ করলো উত্তরপ্রদেশ সরকার?

উত্তর:- ডেনমার্ক

  1. সম্প্রতি “National Beach Soccer Championship 2023” জিতলো কোন রাজ্য?

উত্তর:- কেরালা

  1. সম্প্রতি কোন রাজ্যের “ইসলাম নগর” নামক গ্রামের নাম পরিবর্তন করে রাখা হলো জগদীশপুর?

উত্তর:- মধ্যপ্রদেশ

  1. সম্প্রতি কোন দেশ তাদের ব্যাঙ্ক নোট থেকে ব্রিটিশ রাজা রানীর ছবি মুছে ফেলার কথা ঘোষণা করেছে?

উত্তর:- অস্ট্রেলিয়া

  1. সম্প্রতি কোন গানটিকে মহারাষ্ট্র সরকার রাজ্য সংগীত হিসেবে ঘোষণা করেছে?

উত্তর:- ‘Jai Jai Maharashtra Majha’.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।