9th February 2023 Current Affairs in Bengali | 9th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 9th February 2023 Current Affairs in Bengali | 9th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th February 2023 Current Affairs in Bengali | 9th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

9th February 2023 Current Affairs in Bengali | 9th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কে “National Ice Hockey Championship 2023” জিতলো?

উত্তর:- ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (Indo-Tibetan Border Police).

  1. এশিয়ার প্রথম ভাসমান উৎসব সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- মধ্যপ্রদেশ

  1. সম্প্রতি কে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?

উত্তর:- যোগিন্দর শর্মা

  1. ভারতের পঞ্চম ন্যানো ইউরিয়া প্লান্ট সম্প্রতি কোথায় তৈরি হতে চলেছে?

উত্তর:- ঝাড়খণ্ডের দেওঘর জেলার জশিডিহতে।

  1. বিশ্বের সবচেয়ে পপুলার নেতার তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন?

উত্তর:- নরেন্দ্র মোদী

  1. সম্প্রতি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি লাভ করলেন কে?

উত্তর:- মমতা ব্যানার্জি

  1. সম্প্রতি প্রয়াত হওয়া পারভেজ মুশারফ কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর:- পাকিস্তান

  1. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা “Khelo India Winter Games 2023” কোথায় হবে?

উত্তর:- গুলমার্গ

  1. সম্প্রতি কোন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন Raul Rebello?

উত্তর:- Mahindra Finance.

  1. সম্প্রতি ‘Mathrubhumi Book of The Year’ অ্যাওয়ার্ড জিতলেন কে?

উত্তর:- ড. পেগগী মোহন।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।