পৃথিবীর জলবায়ু সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Climate Related Questions Answers PDF | Atmosphere Related Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Climate Related Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পৃথিবীর জলবায়ু সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Climate Related Questions Answers PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

পৃথিবীর জলবায়ু সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Climate Related Questions Answers PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কতদূর পর্যন্ত?

উওরঃ- ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি পর্যন্ত।

  1. পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি?

উওরঃ- নাইট্রোজেন (৭৮.০৮%)

  1. পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের পরিমান প্রায় কত শতাংশ?

উওরঃ- ২০.৯৪%

  1. পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমান প্রায় কত শতাংশ?

উওরঃ- ০.০৩ %

  1. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসটির পরিমান সবচেয়ে বেশি?

উওরঃ- আর্গন (০.৯৩ %)

  1. পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান প্রায় কত শতাংশ?

উওরঃ- ০.০০০০৬%

  1. এরোসোল বলতে কি বোঝো?

উওরঃ- পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে বলা হয়ে থাকে এরোসোল বলে।

৪. পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি প্রায় কত কিমি পর্যন্ত?

উওরঃ- ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি প্রায় কত কিমি পর্যন্ত?

উওরঃ- ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম লেখো।

উওরঃ- ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম লেখো।

উওরঃ- বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার।

  1. সাধারন তাপ হ্রাস -এর পরিমান কত?

উওরঃ- প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

  1. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক লক্ষ্য করা যায়?

উওরঃ- নিরক্ষীয় অঞ্চলে।

  1. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম লক্ষ্য করা যায়?

উওরঃ- মেরু অঞ্চলে।

  1. ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা প্রায় কত কিমি?

উওরঃ- সমুদ্রতল থেকে ১২-১৪ কিমি।

  1. নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা প্রায় কত কিমি?

উওরঃ- ১৭ কিমি।

  1. মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা প্রায় কত কিমি?

উওরঃ- ০৯ কিমি।

  1. ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমাকে কি বলা হয়?

উওরঃ- ট্রোপোপজ।

  1. ট্রোপোপজ কথাটির অর্থ লেখো?

উওরঃ- গ্রীক শব্দ ট্রোপোপজ এর অর্থ হল ‘Where The Mixing Stops’ অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতার প্রক্রিয়া প্রায় একাকার হয়ে যায়।

  1. ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?

উওরঃ- Sir Napier Shaw.

  1. ওজোন গ্যাসের রঙ কোন বর্ণের?

উওরঃ- নীল।

  1. কত খ্রীস্টাব্দে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে ধারণা করা যায়?

উওরঃ- ১৯৮৫ সালে।

  1. ওজোন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশের বায়ুমন্ডলে আবিষ্কার করা হয়েছে?

উওরঃ- আন্টার্কটিকা।

  1. Ozone Hole (ওজোন গর্ত) শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?

উওরঃ- ডঃ ফারমেন।

  1. প্রতি বছর কোন সময় ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় লক্ষ্য করা যায়?

উওরঃ- সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে।

  1. কোন গ্যাসটি ওজোন স্তরের সর্বাধিক বিনাশসাধন করে থাকে?

উওরঃ- ক্লোরো ফ্লুরো কার্বন (CFC)।

  1. ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশিত হয়?

উওরঃ- ডবসন একক (DU)।

  1. প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়?

উওরঃ- ওজোন স্তরকে।

  1. কত সালে, কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়েছিল?

উওরঃ- ১৯২০ সালে, বিজ্ঞানী ডবসন অতিবেগুনি স্পেকটোমিটার যন্ত্রের সাহায্যে।

  1. কার নামানুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরন হয়েছে?

উওরঃ- ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন।

  1. ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন?

উওরঃ- ডঃ ফারমেন।

  1. নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্বের পরিমান কত?

উওরঃ- ২৫০ DU

  1. নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্বের পরিমান কত?

উওরঃ- ৩৫০ DU

  1. মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্বের পরিমান কত?

উওরঃ- ৪৫০ DU

  1. ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্ৰীস্টাব্দে কোথায় মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উওরঃ- ১৯৮৭ সালের ১৬ ই সেপ্টেম্বর। কানাডার মন্ট্রিল শহরে।

  1. প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষন দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

উওরঃ- ১৬ ই সেপ্টেম্বর।

  1. ওজোন স্তর ক্ষয়রোধের জন্য কত খ্ৰীস্টাব্দে কোথায় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

উওরঃ- ১৯৯২ সালের ৩-১৪ ই জুন। ব্রাজিলের রিও- ডি-জেনিরো শহরে।

  1. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রীনহাউস গ্যাসটি সর্বাধিক দায়ী?

উওরঃ- কার্বন ডাই অক্সাইড।

  1. ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্ৰীস্টাব্দে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল?

উওরঃ- ১৯৮৫ সালের ২২ শে মার্চ। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।

  1. কত খ্ৰীস্টাব্দে কে সর্বাপ্রথম ‘গ্রীনহাউস’ শব্দটি ব্যবহার করেছিলেন?

উওরঃ- ১৯০১ সালে, সুইডিশ আবহবিদ নীলস গুস্তাফ একহোম।

  1. নিস্ক্রিয় সৌর বিকিরণের পরিমান কত প্রায় কত শতাংশ?

উওরঃ- ৩৪%

  1. কার্যকরী সৌরতাপের পরিমান কত প্রায় কত শতাংশ?

উওরঃ- ৬৬%

  1. কোন এককের দ্বারা সৌর তরঙ্গগুলি পরিমাপ করা হয়ে থাকে?

উওরঃ- মাইক্রন (Micron)।

  1. সূর্য থেকে আগত সৌরতাপের প্রায় কত শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডল গ্রহন করে নেয়?

উওরঃ- ১৯ %

  1. সূর্য থেকে আগত সৌরতাপের প্রায় কত শতাংশ পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত হয়?

উওরঃ- ৪৭ %

  1. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের প্রায় কত শতাংশ প্রত্যক্ষ সূর্য রশ্মি রূপে ভূ-পৃষ্ঠে পৌঁছায়?

উওরঃ- ১৯%

  1. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের প্রায় কত শতাংশ মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে ভূ-পৃষ্ঠে পৌঁছায়?

উওরঃ- ২৩%

  1. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের প্রায় কত শতাংশ আকাশ থেকে আলোর বিকিরণ রূপে ভূ- পৃষ্ঠে পৌঁছায়?

উওরঃ- ০৫%

  1. তাপ গ্রহন ও বিকিরণের ক্ষেত্রে পৃথিবীকে কিরূপ বস্তু হিসেবে উল্লেখ করা হয়?

উওরঃ- কৃষ্ণবস্তু বা Black Body.

  1. বায়ুমন্ডলের বাতায়ন বলতে কি বোঝো?

উওরঃ- পৃথিবী থেকে বায়ুমন্ডলের দিকে বিকিরিত হওয়া দীর্ঘ তড়িৎ-চুম্বকীয়তরঙ্গ গুলিকে বায়ুমন্ডলের বাতায়ন বা Atmospheric Window বলে।

  1. সূর্য থেকে প্রাপ্ত মোট তাপশক্তির প্রায় কত শতাংশ পৃথিবীতে এসে পৌঁছায়?

উওরঃ- প্রায় ২০০ কোটি ভাগের মাত্র ১ ভাগ।

  1. সূর্য থেকে আগত সৌরতাপের প্রায় কত শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সরাসরি শোষিত হয়?

উওরঃ- ১৭ %

  1. সূর্য থেকে আগত সৌরতাপের প্রায় কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডলের মেঘ ও এরোসোল জাতীয় পদার্থ দ্বারা শোষিত হয়ে যায়?

উওরঃ- ০২ %

  1. সৌর ধ্রুবক বলতে কি বোঝো?

উওরঃ- বায়ুমন্ডলের উপরিভাগের প্রায় এক বর্গমিটার সমতলক্ষেত্রকে যদি আগত সৌর-কিরণের দিকে লম্ব ভাবে ধরা হয়, তবে ওই এক বর্গমিটার সমতলক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রতি এক সেকেন্ড সময়ে যে পরিমান সৌর-কিরণ পাওয়া যায়, তাকে সৌর ধ্রুবক বা Solar Constant বলা হয়ে থাকে।

  1. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল অপেক্ষা কত গুন বেশি সৌররশ্মি গ্রহণ করে?

উওরঃ- ২.৫ গুন।

  1. বিকিরণ জনিত বৈপরীত্য উত্তাপ কোথায় লক্ষ্য করা যায়?

উওরঃ- উচ্চ ও মধ্য অক্ষাংশ -এ অবস্থিত স্থলভাগের মধ্যে রাত্রিকালে লক্ষ্য করা যায়।

  1. পার্বত্য অঞ্চলে শীতকালে, রাত্রিবেলা নিম্নাভিমুখী বায়ু কী নামে পরিচিত?

উওরঃ- ক্যাটাবেটিক বায়ু।

  1. কোন এককের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়ে থাকে?

উওরঃ- প্যাসক্যাল বা মিলিবার।

  1. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ হয়?

উওরঃ- ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে।

  1. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমান প্রায় কত মিলিবার?

উওরঃ- ১০১৩ মিলিবার।

  1. কোন বিজ্ঞানীর নামানুসারে কোরিওলিস বলের নামকরন হয়েছে?

উওরঃ- Gaspard-GustaveDe Coriolis.

  1. কোরিওলিস বল প্রধানত কোন দুটি কারনের ওপর নির্ভরশীল হয়?

উওরঃ- অক্ষাংশীয় অবস্থান ও বায়ুর গতিবেগ।

  1. রাফনেস লেন্থ বলতে কি বোঝো?

উওরঃ- ভূ-পৃষ্ঠ থেকে উর্দ্ধস্তরের বায়ুর গতিবেগের হ্রাসকে রাফনেস লেন্থ বলা হয়।

  1. বায়ুর অভিসরণ বলতে কি বোঝো?

উওরঃ- বায়ুর গতিবেগ যদি সামনের দিকে কমতে থাকে, তখন তাকে অভিসরণ বা Convergence বলা হয়।

  1. প্রতিসরণ বলতে কি বোঝো?

উওরঃ- ঘর্ষনজনিত কারনে বা অন্য কোনো কারনে বায়ুর গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হলে, তাকে প্রতিসরণ বা Divergence বলা হয়।

  1. বায়ুচাপের তারতম্যের প্রধান কারনগুলি কয়টি ও কী কী?

উওরঃ- ৩ টি। উচ্চতা, উষ্ণতা ও জলীয় বাষ্প।

  1. সমুদ্রতল থেকে ১ কিমি উচ্চতায় বায়ু চাপের পরিমান প্রায় কত মিলিবার?

উওরঃ- ৮৯৮.৮ মিলিবার।

  1. উচ্চচাপ অঞ্চলে উঃ গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়?

উওরঃ- ঘড়ির কাঁটার দিকে বা Clockwise.

  1. উচ্চচাপ অঞ্চলে দঃ গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়?

উওরঃ- ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা Anti Clockwise.

  1. নিম্নচাপ অঞ্চলে উঃ গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়?

উওরঃ- ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা Anti Clockwise.

  1. নিম্নচাপ অঞ্চলে দক্ষিন গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়?

উওরঃ- ঘড়ির কাঁটার দিকে বা Clockwise.

  1. পৃথিবীর বায়ুমন্ডলের বায়ুচাপ বলয়ের সংখ্যা কয়টি?

উওরঃ- ৭ টি।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের বায়ুচাপ বলয় গুলির মধ্যে কয়টি উচ্চচাপ বলয় ও কয়টি নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায়?

উওরঃ- ৪ টি উচ্চচাপ বলয় ও ৩ টি নিম্নচাপ বলয়।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চচাপ বলয় গুলি লেখো।

উওরঃ- কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, উত্তর মেরুদেশীয় উচ্চচাপ বলয় ও দক্ষিন মেরুদেশীয় উচ্চচাপ বলয়।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের নিম্নচাপ বলয় গুলি লেখো।

উওরঃ- নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দক্ষিন মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়।

  1. I.T.C.Z. শব্দটির অর্থ লেখো? বা, I.T.C.Z. শব্দটির পুরো নাম লেখো।

উওরঃ- Inter Tropical Convergence Zone

  1. নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান লেখো।

উওরঃ- নিরক্ষরেখা থেকে উভয়দিকে ৫-১০ ডিগ্রি উঃ / দঃ অক্ষাংশের মধ্যে।

  1. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান লেখো।

উওরঃ- কর্কটীয় উচ্চচাপ বলয় কর্কটক্রান্তি রেখার উত্তরে, ২৫ – ৩৫ ডিগ্রি উঃ অক্ষাংশের মধ্যে অবস্থিত। মকরীয় উচ্চচাপ বলয় – মকরক্রান্তি-রেখার দক্ষিনে, ২৫ – ৩৫ ডিগ্রি দঃ অক্ষাংশের মধ্যে অবস্থিত।

  1. উঃ ও দঃ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান লেখো।

উওরঃ- উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ ৬০ থেকে ৬৫/৭০ ডিগ্রি উত্তর বলয়-অক্ষাংশের মধ্যে অবস্থিত। দক্ষিন মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ৬০ থেকে ৬৫/৭০ ডিগ্রি দক্ষিন অক্ষাংশের মধ্যে অবস্থিত।

  1. উঃ ও দঃ মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান লেখো।

উওরঃ- উত্তর মেরুদেশীয় উচ্চচাপ বলয় ৬৫/৭০ থেকে ৯০ ডিগ্রি উওর -অক্ষাংশের মধ্যে অবস্থিত। দক্ষিন মেরুদেশীয় উচ্চচাপ বলয় ৬৫/৭০ থেকে ৯০ ডিগ্রি দঃ অক্ষাংশের মধ্যে অবস্থিত।

  1. ট্রোপোস্ফিয়ারের কোন অংশটিকে সমোষ্ণ অঞ্চল বলে অভিহিত করা হয়?

উওরঃ- ট্রোপোপজ।

  1. বায়ুমন্ডলের কোন স্তরটির ওপরে গোধূলির আলো পৌঁছায় না?

উওরঃ- স্ট্রাটোস্ফিয়ার।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলাচল করে?

উওরঃ- স্ট্রাটোস্ফিয়ার।

  1. স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি প্রায় কত কিমি পর্যন্ত?

উওরঃ- ভূ-পৃষ্ঠের ওপরে ১৪ কিমি থেকে ৩০ কিমি পর্যন্ত।

85.স্ট্রাটো-স্ফিয়ারের উর্দ্ধসীমাকে কি বলা হয়?

উওরঃ- স্ট্রাটোপজ।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাস লক্ষ্য করা যায়?

উওরঃ- স্ট্রাটোস্ফিয়ার (এই স্তরটিকে ওজোনোস্ফিয়ার বলা হয়)

  1. মেসোস্ফিয়ারের বিস্তৃতি প্রায় কত কিমি পর্যন্ত?

উওরঃ- ভূ-পৃষ্ঠের ওপরে ৩০ কিমি থেকে ৬০ কিমি পর্যন্ত।

  1. মেসোস্ফিয়ারের উর্দ্ধসীমাকে কি বলা হয়?

উওরঃ- মেসোপজ।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরে আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায়?

উওরঃ- আয়নোস্ফিয়ার।

  1. আয়নোস্ফিয়ারের বিস্তৃতি কত কিমি পর্যন্ত?

উওরঃ- ভূ-পৃষ্ঠের ওপরে ৬০ কিমি থেকে ৪০০-৫০০ কিমি পর্যন্ত।

  1. পৃথিবীর মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি লক্ষ্য করা যায়?

উওরঃ- আয়নোস্ফিয়ারে।

  1. থার্মোস্ফিয়ার বলতে কি বোঝো?

উওরঃ- আয়নোস্ফিয়ার স্তরে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে, তাই একে থার্মোস্ফিয়ার বলা হয়।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরটি থেকে বেতার তরঙ্গ আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে?

উওরঃ- আয়নোস্ফিয়ার।

  1. এক্সোস্ফিয়ারের বিস্তৃতি কত কিমি পর্যন্ত?

উওরঃ- ভূ-পৃষ্ঠের ওপরে ৪০০-৫০০ কিমি থেকে ১০০০ কিমি পর্যন্ত।

  1. Magnetosphere বলতে কি বোঝো?

উওরঃ- এক্সোস্ফিয়ারের উর্দ্ধে প্রায় ২০০০-৪০০০ কিমি উচ্চতায় যে স্তরে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয়াকারে অবস্থান করে, তাকে Magnetosphere বলা হয়ে থাকে।

  1. কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরন বলয় লক্ষ্য করা যায়?

উওরঃ- Magnetosphere.

  1. আয়নোস্ফিয়ারের প্রধান উপাদানগুলি কী কী?

উওরঃ- আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন।

  1. মেসোস্ফিয়ারের প্রধান উপাদানগুলি কী কী?

উওরঃ- ওজোন গ্যাস।

  1. ওজোন শব্দটির অর্থ লেখো।

উওরঃ- গ্ৰীক শব্দ Ozo থেকে ওজোন শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হল গন্ধ।

  1. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরকে ‘জীবকূলের রক্ষাকর্তা’ বলা হয়ে থাকে?

উওরঃ- ওজোন স্তর।

  1. বায়ুপুঞ্জের গড় পরিধি কত কিমি?

উওরঃ- ১৬০০ কিমি।

  1. ক্রান্তীয় ও মেরু বায়ুপুঞ্জ কয় প্রকারের ও কী কী?

উওরঃ- ৪ প্রকার। ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ (CT), ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ (MT), মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ (CP), এবং সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ (MP)।

  1. তাপগতির পরিবর্তন অনুসারে, বায়ুপুঞ্জ কয় প্রকারের ও কী কী?

উওরঃ- ২ প্রকার। শীতল বায়ুপুঞ্জ বা K বায়ুপুঞ্জ এবং উষ্ণ বায়ুপুঞ্জ বা W বায়ুপুঞ্জ।

  1. শীতল বায়ুপুঞ্জ কয় প্রকারের এবং কী কী?

উওরঃ- ৪ প্রকার। শীতল সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ (MPK), শীতল মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ (CPK), শীতল ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ (MTK), এবং শীতল ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ (CTK).

  1. বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের অক্ষাংশীয় অবস্থানের ভিত্তিতে, বায়ুপুঞ্জগুলি কয় প্রকারের এবং কী কী?

উওরঃ- ৪ প্রকার। নিরক্ষীয় বায়ুপুঞ্জ (E), ক্রান্তীয় বায়ুপুঞ্জ (T), মেরু বায়ুপুঞ্জ (P), এবং মেরুবৃত্তীয় বায়ুপুঞ্জ (A)

  1. স্থলভাগ ও জলভাগের ভিত্তিতে, বায়ুপুঞ্জ মোট কয় প্রকারের এবং কী কী?

উওরঃ- ২ প্রকার। মহাদেশীয় বায়ুপুঞ্জ (C), এবং সামুদ্রিক বায়ুপুঞ্জ (M)।

  1. বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদানগুলি লেখো।

উওরঃ- বাতাসস্থিত উষ্ণতা ও আর্দ্রতা, বিভিন্ন প্রকার মেঘের অবস্থান ও অধঃক্ষেপন, স্থায়ী বা অস্থায়ী প্রতীপ ঘূর্ণবাত, এবং বায়ুপুঞ্জ সীমান্ত।

  1. কিউমূলোনিম্বাস মেঘ কখন সৃষ্টি হয়?

উওরঃ- বায়ুপুঞ্জ গ্রীষ্মকালে ভূমিভাগের ওপর দিয়ে যাওয়ার সময় কিউমূলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়।

  1. “Frontogenesis” শব্দটির অর্থ লেখো।

উওরঃ- “Frontogenesis” একটি লাতিন শব্দ যার অর্থ হল – ‘Creation of Altogether New Front’ অর্থাৎ বায়ুপ্রাচীর সংগঠন প্রক্রিয়া।

  1. “Frontogenesis” শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?

উওরঃ- Tor Bergeron.

  1. বায়ুপ্রাচীর কয় প্রকারের এবং কী কী?

উওরঃ- ৪ প্রকারের। উষ্ণ বায়ুপ্রাচীর, শীতল বায়ুপ্রাচীর, অন্তর্ধত বায়ুপ্রাচীর, এবং স্থির বায়ুপ্রাচীর।

  1. “Frontolysis” শব্দটির অর্থ লেখো।

উওরঃ- “Frontolysis” একটি লাতিন শব্দ, যার অর্থ হল ‘Dissipation Or Weakening Of An Air Front’ অর্থাৎ, বায়ুপ্রাচীরের বিলোপ প্রক্রিয়া।

  1. “Frontogenesis” ও “Frontolysis” -এর অন্তর্বর্তী সময়ের ব্যবধান কত দিন?

উওরঃ- ৭-১০ দিন।

  1. বায়ুপ্রবাহ মূলত কয় প্রকার ও কী কী?

উওরঃ- ২ প্রকার। উলম্ব বায়ুপ্রবাহ ও অনুভূমিক বায়ুপ্রবাহ।

  1. I.T.C.Z. -এর বৃহত্তম অংশটি লেখো।

উওরঃ- প্রশান্ত ও ভারত মহাসাগরীয় সংযোগস্থলের I.T.C. Z.

  1. নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারন উল্লেখ করো।

উওরঃ- পৃথিবীর আবর্তন গতি।

  1. নিরক্ষীয় শান্তবলয়ের অক্ষাংশগত অবস্থান লেখো।

উওরঃ- নিরক্ষরেখা থেকে উভয় দিকে ৫-১০ ডিগ্রি উঃ / দঃ অক্ষাংশ।

  1. অশ্ব অক্ষাংশের অক্ষাংশগত অবস্থান লেখো।

উওরঃ- ৩০-৩৮ ডিগ্রি উঃ / দঃ অক্ষাংশ।

  1. গর্জনশীল চল্লিশার অক্ষাংশগত অবস্থান লেখো।

উওরঃ- ৪০-৫০ ডিগ্রি দঃ অক্ষাংশ।

  1. আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর অক্ষাংশগত প্রবাহ অঞ্চল লেখো।

উওরঃ- আয়ন বায়ু–উভয় গোলার্ধে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ থেকে ৩৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশে। এবং পশ্চিমা বায়ু–উভয় গোলার্ধে, ৩৫ ডিগ্রি উঃ / দঃ অক্ষাংশ থেকে ৬০-৬৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Climate Related Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।