Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ জন্য নিয়ে এসেছি Westbengal General Knowledge Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Westbengal General Knowledge Questions Answers PDF।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Westbengal General Knowledge Questions Answers PDF
PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-
- পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে?
উত্তর:- ২৩ টি।
- পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম লেখো।
উত্তর:- ভুটান।
- পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম লেখো?
উত্তর:- মাছরাঙ্গা।
- কোন নদকে বাংলার দুঃখ বলা হয়?
উত্তর:- দামোদর নদকে।
- পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগটির নাম কী?
উত্তর:- গঙ্গা বদ্বীপ সমভূমি।
- দিয়ারা সমভূমিটি কোন জেলায় দেখা যায়?
উত্তর:- মালদা জেলায়।
- পশ্চিমবঙ্গের প্রধান এবং অন্যতম একটি কুটির শিল্প কোনটি?
উত্তর:- তাঁত শিল্প।
- কোন শহরটিকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে?
উত্তর:- আমেদাবাদ।
- ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর:- পশ্চিমবঙ্গের বিষড়ায়।
- পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় উউৎপাদিত হয়?
উত্তর:- রানীগঞ্জে।
- পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ বেশি হয়?
উত্তর:- জলপাইগুড়ি।
- ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর।
- বসুন্ধরা দিবস কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- ২১ শে এপ্রিল।
- বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- ৫ জুন।
- বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কতগুলি?
উত্তর:- ৫৩৭ টি।
- বর্তমানে ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে?
উত্তর:- ৯৭ টি।
- কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- অসমে।
- ‘Indian Tiger Project’ – কত সালে চালু হয়?
উত্তর:- ১৯৭৩ সালে।
- বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- ২১ শে মার্চ।
- পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে?
উত্তর:- ৬ টি।
- সিঙ্গালিলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গে।
- গোরুমারা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গে।
- পশ্চিমবঙ্গে কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে?
উত্তর:- ১৫ টি ।
- সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গে।
- অরণ্য সংরক্ষণ আইন কবে পাশ হয়?
উত্তর:- ১৯৮০ সালে।
- কত সালে সুন্দরবনকে একটি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর:- ১৮৭৫ সালে।
- কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয়েছিল?
উত্তর:- ১৮৯২ সালে।
- পশ্চিমবঙ্গের প্রধান খনিজ ভান্ডার কোনটি?
উত্তর:- পশ্চিমবঙ্গের মালভূমি।
- কত সালে বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয়েছিল?
উত্তর:- ১৯৭৯ সালে।
- বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গে।
- দ্বারকেশ্বর নদীর উপনদীর নাম লেখো।
উত্তর:- গন্ধেশ্বরী নদী।
- পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি?
উত্তর:- বাংলা।
- পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটি?
উত্তর:- ছাতিম।
- পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কোনটি?
উত্তর:- মেছো বিড়াল।
- পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলাটির নাম লেখো?
উত্তর:- কলকাতা।
- পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থান করছে?
উত্তর:- বঙ্গোপসাগর।
- সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়?
উত্তর:- ১৯৮৭ সালে।
- আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয়?
উত্তর:- ১৫ মে। - ভারতের জীব বৈচিত্র আইন কত সালে প্রণীত হয়?
উত্তর:- ২০০২ সালে।
- বক্সা জাতীয় উদ্যান ভারতের রাজ্যে অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গ।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Name:- Westbengal General Knowledge Questions Answers pdf in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
আরও পড়ুনঃ-
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।