250+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Westbengal General Knowledge Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ জন্য নিয়ে এসেছি Westbengal General Knowledge Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Westbengal General Knowledge Questions Answers PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Westbengal General Knowledge Questions Answers PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে?

উত্তর:- ২৩ টি।

  1. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম লেখো।

উত্তর:- ভুটান।

  1. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম লেখো?

উত্তর:- মাছরাঙ্গা।

  1. কোন নদকে বাংলার দুঃখ বলা হয়?

উত্তর:- দামোদর নদকে।

  1. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগটির নাম কী?

উত্তর:- গঙ্গা বদ্বীপ সমভূমি।

  1. দিয়ারা সমভূমিটি কোন জেলায় দেখা যায়?

উত্তর:- মালদা জেলায়।

  1. পশ্চিমবঙ্গের প্রধান এবং অন্যতম একটি কুটির শিল্প কোনটি?

উত্তর:- তাঁত শিল্প।

  1. কোন শহরটিকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে?

উত্তর:- আমেদাবাদ।

  1. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর:- পশ্চিমবঙ্গের বিষড়ায়।

  1. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় উউৎপাদিত হয়?

উত্তর:- রানীগঞ্জে।

  1. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ বেশি হয়?

উত্তর:- জলপাইগুড়ি।

  1. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. বসুন্ধরা দিবস কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- ২১ শে এপ্রিল।

  1. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- ৫ জুন।

  1. বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কতগুলি?

উত্তর:- ৫৩৭ টি।

  1. বর্তমানে ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে?

উত্তর:- ৯৭ টি।

  1. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- অসমে।

  1. ‘Indian Tiger Project’ – কত সালে চালু হয়?

উত্তর:- ১৯৭৩ সালে।

  1. বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- ২১ শে মার্চ।

  1. পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে?

উত্তর:- ৬ টি।

  1. সিঙ্গালিলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- পশ্চিমবঙ্গে।

  1. গোরুমারা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- পশ্চিমবঙ্গে।

  1. পশ্চিমবঙ্গে কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে?

উত্তর:- ১৫ টি ।

  1. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- পশ্চিমবঙ্গে।

  1. অরণ্য সংরক্ষণ আইন কবে পাশ হয়?

উত্তর:- ১৯৮০ সালে।

  1. কত সালে সুন্দরবনকে একটি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর:- ১৮৭৫ সালে।

  1. কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয়েছিল?

উত্তর:- ১৮৯২ সালে।

  1. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ ভান্ডার কোনটি?

উত্তর:- পশ্চিমবঙ্গের মালভূমি।

  1. কত সালে বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয়েছিল?

উত্তর:- ১৯৭৯ সালে।

  1. বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- পশ্চিমবঙ্গে।

  1. দ্বারকেশ্বর নদীর উপনদীর নাম লেখো।

উত্তর:- গন্ধেশ্বরী নদী।

  1. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি?

উত্তর:- বাংলা।

  1. পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটি?

উত্তর:- ছাতিম।

  1. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কোনটি?

উত্তর:- মেছো বিড়াল।

  1. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলাটির নাম লেখো?

উত্তর:- কলকাতা।

  1. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থান করছে?

উত্তর:- বঙ্গোপসাগর।

  1. সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়?

উত্তর:- ১৯৮৭ সালে।

  1. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয়?
    উত্তর:- ১৫ মে।
  2. ভারতের জীব বৈচিত্র আইন কত সালে প্রণীত হয়?

উত্তর:- ২০০২ সালে।

  1. বক্সা জাতীয় উদ্যান ভারতের রাজ্যে অবস্থিত?

উত্তর:- পশ্চিমবঙ্গ।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Westbengal General Knowledge Questions Answers pdf in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।