Bank of Maharashtra Recruitment 2023
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে অফিসার সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ নিয়োগকারী সংস্থা:- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।
■ পদের নাম:- অফিসার সহ একাধিক পদের জন্য নিয়োগ করা হবে।
■ আবেদনের মাধ্যম:- Online -এ আবেদন করতে হবে।
■ আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।
■ আবেদন শেষের তারিখ:- ৬ ফেব্রুয়ারি ২০২৩
■ আরো চাকরির খবর:-
ভারতীয় ডাক বিভাগে ৪১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিরক্ষামন্ত্রকে ৫০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ অফিসিয়াল ওয়েবসাইট:- bankofmaharashtra.in
■ শিক্ষাগত যোগ্যতা:-
এই শূন্যপদের জন্য আবেদনের জন্য আবেদনকারীকে নুন্যতম স্নাতক পাশ করতে হবে।
■ বয়সসীমা:- ১৮ – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ written Exam.
◾ Document Verification (DV).
◾ Interview
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট bankofmaharashtra.in এর মাধ্যমে আবেদন করতে পারেন।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি