Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 2nd February 2023 Current Affairs in Bengali | 2nd ফ্রেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd February 2023 Current Affairs in Bengali | 2nd ফ্রেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
2nd February 2023 Current Affairs in Bengali | 2nd ফ্রেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “বিশ্ব জলাভূমি দিবস” (World Wetlands Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 2nd ফেব্রুয়ারী
- অবসরপ্রাপ্ত সেনা জেনারেল পেত্র পাভেল সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- চেক প্রজাতন্ত্র (Czech Republic)
- কোন ফিল্মটি সম্প্রতি অস্কার 2023-এ ‘ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ক্যাটাগরিতে’ মনোনীত হয়েছে?
উত্তর:- The Elephant Whispers.
- সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা পরিবেশ ও জলবায়ু বিষয়ক G-20 ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোন শহর হোস্ট করবে?
উত্তর:- বেঙ্গালুরু
- সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে কে এক নম্বর বোলার হিসেবে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ (Mohammad Siraj).
- সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 165টি ভেটেরিনারি অ্যাম্বুলেন্স চালু করলেন?
উত্তর:- অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS Jagan Mohan Reddy.
- সম্প্রতি প্রসার ভারতী কোন দেশের মিডিয়া কর্তৃপক্ষের সাথে একটি MoU চুক্তি স্বাক্ষর করলো?
উত্তর:- মিশর (Egypt).
- সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় কত বছরের পুরনো সব সরকারি যানবাহন বাতিলের ঘোষণা করেছে?
উত্তর:- ১৫ বছরের পুরনো যানবাহন।
- সম্প্রতি কোন দেশ 1960 সালের সিন্ধু জল চুক্তি (IWT) সংশোধনের জন্য পাকিস্তানকে একটি নোটিশ জারি করেছে?
উত্তর:- ভারত
- সম্প্রতি লন্ডনে India-UK অ্যাচিভার্স অনার্স দ্বারা কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন?
উত্তর:- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।