30th January 2023 Current Affairs in Bengali | 30th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 30th January 2023 Current Affairs in Bengali | 30th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th January 2023 Current Affairs in Bengali | 30th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

30th January 2023 Current Affairs in Bengali | 30th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি প্রকাশিত “গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স 2023” -এ ভারতের স্থান কত?

উত্তর:- চতুর্থ

  1. সম্প্রতি কোন ব্রিটিশ ভারতীয়কে ‘ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন’ পুরস্কারে সম্মানিত করা হলো?

উত্তর:- মনীশ তিওয়ারি

  1. সম্প্রতি Tata Trusts কোম্পানির CEO পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- সিদ্ধার্থ শর্মা

  1. লেটেস্ট ICC ODI Team Rankings -এ ভারতের স্থান কত?

উত্তর:- প্রথম

  1. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ফলো করা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কোনটি?

উত্তর:- ICC

  1. Central Railway-র নতুন জেনারেল ম্যানেজার পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- নরেশ লালবানী

  1. সম্প্রতি “30th National Child Science Congress” শুরু হলো কোথায়?

উত্তর:- গুজরাটের আহমেদাবাদে।

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার “লাডলী বাহিনী স্কিম’ চালু করলো?

উত্তর:- মধ্যপ্রদেশ

  1. মহিলা ক্রিকেটারদের সম্মানিত করতে ‘Debbie Hockley Medal’ দিতে চলছে দেশ?

উত্তর:- নিউজিল্যান্ড

  1. ভারতীয় সীমান্তে Mabja Zangbo নদীর উপর ড্যাম নির্মাণ করতে চলছে কোন দেশ?

উত্তর:- চীন

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।